খবরজেলার খবররাজ্য

চেতনা পাবলিক স্কুল উদ্বোধন হলো দাসপুর 2 নং ব্লকের দুবরাজপুরে

চেতনা পাবলিক স্কুল উদ্বোধন হলো দাসপুর 2 নং ব্লকের দুবরাজপুরে

শ্যামসুন্দর দোলই ও শ্রীকান্ত কদম : দাসপুর : বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মতে, শিক্ষা হলো সকল রোগের মহৌষধ । এরই মাধ্যমে জাগরিত হয় চেতনা । এই চেতনার সার্বিক বিকাশের বার্তায় 7-ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে সার্বিক সুস্বাস্থ্য-এর কামনায় ” চেতনা পাবলিক স্কুল”- এর শুভ উদ্বোধন করেছেন ঘাটালের প্রিয় মহকুমা শাসক সুমন বিশ্বাস ।

 

এটির উদ্বোধন হয়েছে দাসপুর –২ নং ব্লকের খানজাপুর জি পি -র দুবরাজপুর গ্রামে । এর মূল রূপকার ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস আলম জানিয়েছেন আর্থিক অনটনে তাঁর মত এই এলাকার আর কাউকে যাতে শিক্ষার্জনে বঞ্চনার শিকার হতে না হয় এবং প্রত্যন্ত গ্রামবাসীও যুগোপযোগী, উন্নত মানের শিক্ষা পেতে পারে —- এটিই তাঁর মূল লক্ষ্য । এখানে এবছর আই সি এস ই পাঠক্রমের অধীন নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে বই, খাতা ,কলম, পোশাক বিনামূল্যে দিয়ে এই স্কুল চালু হচ্ছে ।

আগামীদিনে একে দ্বাদশ শ্রেণীতে উন্নীত করণের লক্ষ্য রয়েছে । এই স্কুলে সমাজসেবী ওসমান খানকে সভাপতি এবং শোভা খানকে অধ্যক্ষ সহ ৯ জন শিক্ষিকা নিয়োগ করা হয়েছে । এখানে কম্পিউটার সহ সর্বাধুনিক পদ্ধতিতে নজরকাড়া শ্রেণিকক্ষে উন্নত মানের শিখন এর ব্যবস্থা করা হয়েছে ।

এদিনের অনুষ্ঠানে এলাকাবাসীদের সাথে আরো সামিল ছিলেন ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী ,সমাজসেবী অরুণ মুখার্জী ,গান্ধী মিশনের সম্পাদক নারায়ণ ভাই, ব্রাহ্মণ বসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস মাইতি ,খাঞ্জাপুর জিপি প্রধান সহ এই স্কুলের কর্তৃপক্ষবৃন্দ । অতিথিবৃন্দ এই ধরনের উন্নত পরিকাঠামোর বিদ্যালয়ে শিক্ষার্জনে মানুষজন শহর থেকে গ্রামমুখী হোয়ার আশা ব্যক্ত করেছেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.