দূর্ঘটানায় মেয়ের মৃত্যু! স্মৃতিতে স্কুল ভবন বানালেন দাসপুরের শিক্ষক
ভুবন মোহনকর: পশ্চিম মেদিনপুর: ২৩/০৩/২০২২: দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল মেয়ের ৷ আর সেই মেয়ের স্মৃতির উদ্দেশে নিজের অর্থ ব্যায়ে স্কুলে নতুন ভবন তৈরি করলেন দাসপুরের প্রধান শিক্ষক । দাসপুরের দুবরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ছাত্রী ছিল সৌমেন্দ্র বাবুর মেয়ে গার্গী চৌধুরী। ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় গার্গীর। সঙ্গে ছিলেন সৌমেন্দ্র বাবু নিজেও। কিন্তু নিজে প্রাণে বাঁচলেও মেয়ের মৃত্যুর স্মৃতি আজ তাঁর চোখে ভাসে। চোখের সামনে মেয়ের মৃত্যু দেখে শোকে পাথর হয়ে গিয়েছিলেন।
সৌমেন্দ্র বাবু দাসপুরের দুবরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।২০২১ এর ডিসেম্বরে সৌমেন্দ্র চৌধুরীর চাকরির মেয়াদ শেষ হয়ে গেলেও কোভিড বিধির জন্য সেসময় বিদায় সংবর্ধনা হয়নি। তাই মঙ্গলবার এলাকাবাসী ও স্কুলের তরফে সৌমেন্দ্রবাবুর বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনই সৌমেন্দ্রবাবুর মেয়ে গার্গীর স্মৃতির উদ্দেশে দান করা স্কুলের নতুন ভবনেরও উদ্বোধন হয়।
সৌমেন্দ্রবাবুর বলেন, গার্গী তার স্কুলেরই আর পাঁচটা ছাত্রছাত্রীর স্মৃতিতে বেঁচে থাকুক। প্রধান শিক্ষক হিসাবে সৌমেন্দ্রবাবু খুবই জনপ্রিয় ছাত্রছাত্রী, শিক্ষক থেকে এলাকার মানুষদের মধ্যে। স্কুলের উন্নয়ন থেকে শুরু করে ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে এবং তাদের পড়াশোনায় বিভিন্ন রকম সহযোগিতা করে থাকেন সৌমেন্দ্র বাবু। তাঁর এমন প্রয়াসে কুর্নিশ জানিয়েছেন ব্লক প্রশাসন, সাধারণ মানুষ থেকে শুরু করে নেটিজেন সকলেই।