অফবিট

Zomato Boy: পেট্রল পাম্পে তেল নেই,ঘোড়ায় চড়ে Zomato ডেলিভারি বয়

পেট্রল পাম্পে তেল নেই,ঘোড়ায় চড়ে Zomato ডেলিভারি বয়

 

একেই বলে দায়িত্বজ্ঞান। পেট্রল পাম্পে তেল নেই। ঘোড়ায় চড়ে Zomato ডেলিভারি বয়।

পরিবহন নিয়ে কেন্দ্রীয় সরকারের নতুন আইনের বিরোধিতায় দেশ জুড়ে ট্রাক চালাকদের ধর্মঘটের জেরে পেট্রল পাম্পগুলো প্রায় ড্রাই ( fuel crisis)। কিন্তু Zomato র খাবার তো ডেলিভারি দিতে হবে। কিন্তু খাবার ডেলিভারি করা হচ্ছে ঘোড়ায় চেপে, আগে দেখেছেন? না, ইতিহাসের পাতা থেকে তুলে আনা কোনও দৃশ্য নয়। সিনেমার চিত্রনাট্যও নয়। এমনই ঘটনার সাক্ষী হল হায়দরাবাদ। সাধারণত মোটরবাইরে চেপেই ক্রেতাদের কাছে খাবার পৌঁছে দেন ফুড ডেলিভারি সংস্থার কর্মীরা। কিন্তু তেল নেই কোথাও। অগত্যা!

 

মঙ্গলবার দেশ জুড়ে ট্রাক ড্রাইভারদের ধর্মঘটে( Truck Diver Strike) পেট্রল পাম্পগুলোতে তেল পৌঁছানো যায় নি। দেশের বিভিন্ন প্রান্তের পেট্রল পাম্পের বাইরেই ছিল লম্বা লাইন। হায়দরাবাদও ( Hyderabad) ব্যতিক্রম নয়। কিন্তু ক্রেতাদের কাছে খাবার তো ঠিক সময়ে পৌঁছে দিতে হবে। অথচ বাইকে নেই পেট্রল। পেট্রল নিতে টানা তিন ঘণ্টা পাম্পের বাইরে অপেক্ষা করেছিলেন ওই কর্মী। কিন্তু কোথায় কী! দীর্ঘক্ষণ দাঁড়িয়েও মেলেনি জ্বালানি।

অগত্যা বাইক রেখে ঘোড়াতেই সওয়ার হন তিনি। ডেলিভারি বয়ের( Delivery Boy )ভিডিওটি নিয়ে এখন সোশাল মিডিয়ায় চলছে জোর চর্চা। অনেকে যেমন তাঁর কীর্তি দেখে তাজ্জব, তেমনই অনেকে কাজের প্রতি তাঁর একনিষ্ঠতারও প্রশংসা করেছেন। এমন দায়িত্বজ্ঞান দেখে সকলেই মুগ্ধ। কাজের প্রতি এই একনিষ্ঠাতা দেখে সকলেই বলছেন, আপনার জীবনে অনেক উন্নতি হবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.