জামাই ঋষি সুনক শাসন করবে ব্রিটেন, কী বললেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি ?
নিজস্ব সংবাদদাতা: ভারতীয় বংশদ্ভূত ঋষি সুনক ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন। ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাইয়ের ভারত-যোগ নিয়ে চর্চা। এম পি হওয়ার পর ব্রিটিশ পার্লামেন্টে গীতা হাতে শপথ নিয়েছিলেন ঋষি। এবার ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের হাতে ব্রিটেনের রাশ। ইতিহাস গড়েছেন ঋষি সুনক। ভারতীয় বংশোদ্ভূত সুনকই ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে কনজারভেটিভ পার্টি। লিজ ট্রাসের পদত্যাগের পর, টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী হিসাবে ঘোষিত হয়েছে তাঁর নাম।
জামাইয়ের সাফল্যে রীতিমতো আপ্লুত ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি । তিনি বলেছেন, ” অভিনন্দন ঋষি! আমরা ওঁর উপর অত্যন্ত গর্বিত। আগামী শুভ হোক।” তিনি আরও বলেন, ” আমরা আশাবাদী United Kingdom-এর সাধারণ মানুষের জন্য নিজের সেরাটাই দেবেন তিনি।” উল্লেখ্য, ব্রিটেনের সাউদাম্পটনে এক প্রবাসী পঞ্জাবি জন্ম ঋষির। ২০০৯ সালে তিনি ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়তে গিয়েছিলেন অক্ষতা মূর্তি। সেখানেই তাঁর সঙ্গে প্রথম আলাপ হয়েছিল ঋষির সঙ্গে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, স্ট্যানফোর্ডে পড়তে গিয়ে একটি কফি শপে প্রথম অক্ষতা মূর্তির সঙ্গে প্রথম আলাপ হয়েছিল ঋষির। সেখানেই তাঁদের আলাপ, পরে বন্ধুত্ব। এই সম্পর্ক গড়িয়েছিল প্রেম পর্যন্ত।
সে বছরই বিয়ে করেন তাঁরা। ঋষি-অক্ষতার ২ মেয়ে। অনুষ্কা ও কৃষ্ণা। ঋষি’র রাজনীতিতে হাতেখড়ি ২০১৫ সালে। রাজনীতিতে নামার আগে, ছিলেন একজন বিনিয়োগ ব্যবসায়ী। ব্রিটেনের অন্যতম বড় বিনিয়োগ প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা ঋষি সুনক। পরে কনজারভেটিভের হয়ে ভোটে দাঁড়িয়ে রিচমন্ড ইয়র্কশায়ার থেকে জিতে সাংসদ হন তিনি। তার পর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি। সাংসদ হিসেবে ভগবত গীতা ছুঁয়ে শপথন নিয়ে ছিলেন এই ভারতীয় বংশোদ্ভূত।
এই ঋষিই আবার বিভিন্ন সময়, বিতর্কে জড়িয়েছেন। ইনফোসিসে তাঁর স্ত্রী অক্ষতা মূর্তির অংশীদারিত্ব এবং সেখান থেকে প্রাপ্ত আয় বাবদ অর্থের উপর কর না দেওয়ারও অভিযোগ উঠেছিল। অক্ষিতার সম্পত্তির পরিমাণ, রানি এলিজাবেথের চেয়েও বেশি।