অফবিট

Diwali Special Lamp : তেলের পরিবর্তে জলে জ্বলবে প্রদীপ, বাজারে এসে গেলো আশ্চর্য প্রদীপ

Instead of oil, the lamp will burn in water, the amazing lamp has arrived in the market

তেলের পরিবর্তে জলে জ্বলবে প্রদীপ, বাজারে এসে গেলো আশ্চর্য প্রদীপ

 

নিজস্ব সংবাদদাতা: হাতে আর মাত্র আর দুটো দিন। সামনেই দেওয়ালি(Diwali) । আর দেওয়ালি মানেই আলোর উৎসব।প্রদীপ-মোমবাতি দিয়ে সেজে ওঠে গোটা দেশ! গ্রাম থেকে শহর সর্বত্র ঘরে ঘরে জ্বলবে আলো। বাজারে ইতিমধ্যেয়েই মাটির প্রদীপ আসতে শুরু করেছে। উৎসবের মরশুম তেলের দামও হু হু করে বেড়ে চলেছে যার ফলে প্রদীপ চালানো অনেকেরই সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে। কিন্তু আর তেলে নয় এবার জলেই জ্বলবে প্রদীপ। অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। এবছর তেলের খরচ বাঁচাতে দীপাবলির আগে বাজারে এসেছে জাদু প্রদীপ।

 

সামান্য জল প্রদীপে দিলেই তাতে আলো জ্বলে উঠছে। ব্যবসায়ীরা বলছেন দিওয়ালিতে ঘর আলো করতে আর প্রদীপে মহার্ঘ্য তেল ঢালতে হবে না। অল্প জলেই দীর্ঘক্ষণ জ্বলবে প্রদীপগুলি। ফলে দিওয়ালির সময় ঘর আলো করতে আর তেল খরচ করতে হবে না। শুধু কয়েক ফোঁটা জল দিয়েই ঘর আলো করা সম্ভব হবে। ইতিমধ্যে কলকাতার বাজারে এসে গিয়েছে এই প্রদীপ। ৪০-৫০ টাকা দিলেই মিলবে এই আশ্চর্য প্রদীপ।

 

ব্যবসায়ীদের দাবি, আসলে বিজ্ঞানের বিশেষ ফর্মুলা মেনে এই প্রদীপ জ্বালানো হচ্ছে। ফাইবার দিয়ে তৈরি হয়েছে এই প্রদীপ। সলতের মুখটা যেখানে থাকে সেখানে রয়েছে একটি এলইডি ল্যাম্প। প্রদীপের সঙ্গে একটি ব্যাটারি ও সার্কিট রাখা আছে। আর যেখানে প্রদীপের তেল দেওয়া থাকে সেখানে রাখা হয়েছে একটি স্ক্রু।

এদিকে তার উপর জল রাখলেই বিদ্যুৎ সংবহনের ফর্মুলা মেনে শর্ট সার্কিটের মাধ্যমে নেগেটিভ ও পজিটিভের মধ্যে যোগ তৈরি হচ্ছে। আর তার জেরে জ্বলে উঠছে এলইডি ল্যাম্প। নতুনত্ব জিনিসের বাজারে এমনিতেই চাহিদা থাকে। নতুনত্ব হিসেবে ক্রেতারা খুব পছন্দ করছেন, তাই এই প্রদীপের চাহিদাও রয়েছে যথেষ্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.