অফবিট

Digital Voter Card : সব সময় ব্যাগে করে ভোটার আইডি কার্ড নিয়ে ঘুরতে হবে না! ফোনে সহজেই ডাউনলোড হবে আইডি

আর সব সময় ব্যাগে করে ভোটার আইডি কার্ড নিয়ে ঘুরতে হবে না! ফোনে সহজেই ডাউনলোড হবে আইডি

 

নিজস্ব প্রতিবেদন: বর্তমানে ভোটার কার্ডের পাশাপাশি এক জরুরি ডকুমেন্ট হয়ে উঠেছে আধার কার্ড। তবে ভোটার কার্ডের প্রাসঙ্গিকতা কিন্তু আগের মতনই আছে। দেশের বা রাজ্যের সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য হোক কিংবা ভারতের নাগরিকত্বের প্রমাণের প্রয়োজন – যেকোনো ক্ষেত্রেই এই পরিচয়পত্রটি কাজে লাগে।

এইবার নির্বাচন কমিশন থেকে এদেশের বাসিন্দাদের সুবিধার জন্য ফোনের মাধ্যমে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার বিকল্প দিতে শুরু করেছে। ফলত এখন থেকে ভোটার কার্ডধারীদের তাদের সাথে ফিজিক্যাল ভোটার আইডি কার্ড (আসল বা কাগজের ভোটার কার্ড) বহন করতে হবেনা।

 

আমরা সকলেই জানি অফিসিয়াল আইডেন্টিটি প্রুফ (প্রমাণ) হিসেবে ব্যবহৃত হয় ভোটার আইডি কার্ড। যে কারণে আমাদের সবাইকে ব্যাগে করে নিয়ে ঘুরতে হয় প্রমাণপত্রটি। তবে নির্বাচন কমিশনের নয়া সিদ্ধান্তের জেরে খুব শিগগির এই ঝঞ্ঝাট থেকে মুক্তি মিলবে। ভারতীয় নাগরিকরা এবার থেকে ফোনের মাধ্যমে ডিজিটাল ভোটার আইডি কার্ড পিডিএফ আকারে ডাউনলোড করে ইচ্ছামতন ব্যবহার করতে পারবেন। এছাড়া প্রয়োজনে এটিকে ডিজিলকারে সেভ রাখাও যাবে। আসুন এবার জেনে নিই কিভাবে আপনারা এই অনলাইনে ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন সেই ব্যাপারে।

 

কীভাবে ডিজিটালি Voter ID ডাউনলোড করবেন?

 

ডিজিটাল ভোটার আইডি পাওয়ার জন্য, অবশ্যই ভোটার আইডি কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে; আপডেট করতে হবে কেওয়াইসি-ও। এরপর আপনি নির্দিষ্ট পদ্ধতি ধাপে ধাপে অনুসরণ করে এভাবে ই-ভোটার (E-Voter) আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন –

 

১. প্রথমে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://eci.gov.in/e-epic/ ক্লিক করুন।

 

২. এরপর ওয়েবপেজের ওপরদিকে ‘ডাউনলোড ই-এপিক’ (Download eEPIC) অপশনে ক্লিক করতে হবে।

 

৩. পরবর্তী ধাপে লগইন ডিটেইলস এন্টার করতে হবে।

 

৪. এক্ষেত্রে আবার ‘ডাউনলোড ই-এপিক’ অপশনে ট্যাপ করতে হবে।

 

৫. ট্যাপ করার পর ভোটার আইডি কার্ডের ১০ সংখ্যার অনন্য এপিক নম্বর লিখতে হবে।

 

৬. এই ধাপের পর আপনার সমস্ত বিবরণ যাচাই হবে এবং তারপর ডিজিটাল ভোটার আইডি কার্ড স্ক্রিনে প্রদর্শিত হবে।

 

৭. এরপরে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে যা ভেরিফাই করতে হবে।

 

৮. এই কাজগুলি হয়ে গেলেই আপনি মোবাইলে পিডিএফ আকারে ডিজিটাল ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.