News-shots: মঙ্গলে জল ছিলো সাম্প্রতিক অতীতেই- খুঁজে পেল নাসার মার্স অরবাইটার
তিন কোটি বছর আগেই মঙ্গল থেকে জল সব ভ্যানিশ হয়ে গেছল -এমনটাই ছিল বিজ্ঞানী মহলে ধারণা। কিন্তু নাসার পাঠানো মার্স রি-কনই-স্যান্স অরবাইটারের তথ্য বিশ্লেষণ করে সম্পূর্ণ অন্য এক ধারণা দিলেন দুই বিজ্ঞানী।
জন হপকিন্স ইউনিভার্সিটির এলেন লিস্ক এবং ক্যালটেক এর বেথ্যানি এলম্যান জানাচ্ছেন যে গত দুই কোটি বছর আগেই জল ছিলো মঙ্গল গ্রহে। জল প্রবাহিত হয়েছে এমন কিছু উপত্যকার আকার এবং ক্লোরাইড সল্ট ডিপোজিট থেকে এই বিষয়টি সত্য বলে প্রমাণিত হচ্ছে ।
এই ধরনের মজার মজার খবর পেতে আমার সঙ্গে থাকুন। আমি পৃথা কিউরিওসিটি সংবাদ বার্তার নিউজ ডেস্ক থেকে।