অফবিট

নদীর বুকে বরফের ফুল! প্রকৃতির রূপ দেখে বিস্মিত হতে হয়

নদীর বুকে বরফের ফুল! প্রকৃতির রূপ দেখে বিস্মিত হতে হয়

 

নিজস্ব প্রতিবেদন: “বরফের ফুল” ফুটেছে নাকি চীনের নদীতে। সম্প্রতি কৌতুহল তুঙ্গে এই ছবি ঘিরে। কী ভাবে সম্ভব হল, এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন নেটাগরিকরা।

 

এমনই বরফের ফুল দেখা গিয়েছে উত্তর-পূর্ব চিনের সংহুয়া নদীতে। ছবিতে দেখা যাচ্ছে, অল্প জল রয়েছে নদীতে।  মনে হচ্ছে যেন সেই নদীর বুকেই কেউ বরফ দিয়ে নকশা তৈরি করেছে। দাবি করা হচ্ছে যে, মানব সৃষ্ট ফুল এটি নয়। এই ফুল সৃষ্টি হয়েছে প্রাকৃতিক কারণে। ছবিটি শেয়ার করেছেন নরওয়ের কূটনীতিক এরিক সোলহেইম। ক্যাপশনে লিখেছেন, “অপূর্ব! উত্তর-পূর্ব চিনের সংহুয়া নদীতে বরফের ফুল।”

 

পিপলস ডেলি-র প্রতিবেদন চীনের সংবাদপত্র বলেছে, এই ধরনের ফুল আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করে। সাধারণত গুল্ম জাতীয় গাছের উপর এই বরফের ফুল দেখা যায়। কিন্তু নদীতে এমন দৃশ্য সচরারচর দেখা যায় না বলেই দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।

 

আরো বলা হয়েছে ওই প্রতিবেদনে, এই ধরনের বরফের ফুল সাধারণত শরতের শেষ ভাগ এবং শীতের শুরুতে দেখা যায়। এই সময় চীনের অনেক জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। কিন্তু মাটির তাপমাত্রা ততটা কমে না। আর এই তাপমাত্রার পার্থক্যই বরফের ফুল গঠনের আদর্শ পরিস্থিতি সৃষ্টি করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.