কলকাতাখবররাজনীতি

Mamata Banerjee: আবারও মিডিয়া ট্রায়ালের অভিযোগে সরব মমতা

আবারও মিডিয়া ট্রায়ালের অভিযোগে সরব মমতা

 

নিজস্ব সংবাদদাতা, ৩০/১০/২০২২ – বিচারপতিদের সামনেই বিচার ব্যবস্থায় মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিচার ব্যবস্থার কাছে গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষার আবেদনও জানান তিনি। এছাড়াও আগামিদিনে আরও আইনজীবী তৈরি হওয়া উচিত বলেও মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

 

পশ্চিমবঙ্গ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসের ১৪তম সমাবর্তন অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, ”আমি জানি না এটা সঠিক মঞ্চ কিনা কিন্তু এখন যা চলছে সেটা নিয়ে আমি বলতে চাই। এখন অনেককিছু চলছে। এখন বিচারের আগেই মিডিয়া ট্রায়াল শুরু হয়ে যায়। আদালত রায় দেওয়ার আগেই এখন সংবাদমাধ্যম রায় শুনিয়ে দেয়। এভাবে বিচার ব্যবস্থা চলে না। বিচার ব্যবস্থাই শেষ কথা।”

 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মাথার রাখবেন আইন সবসময় ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। মানুষ যখন কোনও রাস্তা দেখতে পান না, তখন তাঁরা আদালতে যান, কারণ তাঁরা ভাবেন বিচার পাবেন। বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা রয়েছে। কারণ এটা আমাদের মন্দির, মসজিদ, গির্জা। আমি বলছি না মানুষ বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছেন, তবে বর্তমান সময়ে পরিস্থিতি খারপ থেকে খারাপতর হচ্ছে।”

 

একইসঙ্গে বিচার ব্যবস্থার প্রতি যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও গণতন্ত্র বজায় রাখার আবেদনও জানান মমতা। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেন বজায় থাকে। অকারণে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে। সমস্ত গণতান্ত্রিক অধিকার এক শ্রেণির মানুষ বাজেয়াপ্ত করেছে। দয়া করে গণতন্ত্রকে রক্ষা করুন। কারণ এটা চলতে থাকলে দেশ রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে যেতে পারে।” মমতার বন্দ্যোপাধ্যায়ের এহেন বক্তব্যে স্বভাবতই তোলপাড় পড়ে গিয়েছে বিভিন্নমহলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.