কলকাতাখবররাজনীতি

Abhishek Banerjee: আমেরিকায় চোখের সফল অস্ত্রোপচার, কালীপুজোর আগেই ফিরছেন অভিষেক

আমেরিকায় চোখের সফল অস্ত্রোপচার, কালীপুজোর আগেই ফিরছেন অভিষেক

 

নিজস্ব সংবাদদাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের অস্ত্রোপচার ঘিরে সরগরম হয়ে উঠেছিল বঙ্গ রাজনীতি। চোখের জটিল অস্ত্রোপচার করে কালীপুজোর আগেই আমেরিকা থেকে দেশে ফিরছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়ি ফিরে পুজো দেবেন কালীঘাটে, অংশ নেবেন বাড়ির কালীপুজোতেও। দুর্ঘটনায় আঘাত লাগে তার বাম চোখে

 

জানা গিয়েছে, মার্কিন মুলুকে তাঁর চোখের অস্ত্রোপচার সফল হয়েছে। তারপরই চিকিৎসকরা তাঁকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছেন। তবে এখনই সম্পূর্ণ বিপন্মুক্ত হননি অভিষেক। চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ব্যবহার করতে বলা হয়েছে চশমা। বেশিক্ষণ মোবাইল ব্যবহারেও আছে নিষেধাজ্ঞা। চোখে যেন কোনও তাপ না লাগে, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। তবে অভিষেকের সফল অস্ত্রোপচার ও দ্রুত সেরে ওঠা নিয়ে খুশি মার্কিন চিকিৎসকরা। নতুন বছরে আরও একবার চেকআপের জন্য অভিষেককে আমেরিকায় আসতে হতে পারে।

 

কীভাবে হয়েছিল এই এত বড় দূর্ঘটনা? মুর্শিদাবাদে কর্মিসভা থেকে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি দুধের গাড়িতে আচমকা ধাক্কা মেরে উল্টে যায় তৃণমূল সাংসদের গাড়ি। দুমড়ে যাওয়া গাড়ি থেকে অজ্ঞান অবস্থায় অভিষেককে উদ্ধার করা হয়েছিল। সেই দুর্ঘটনাতে তার বাঁ চোখের নীচে অরবিটাল বোন ভেঙে যায়। কালীপুজোতে বাড়ি ফিরলেও, আপাতত বেশ কিছু নিয়ম তাকে মেনে চলতে হবে।

 

সামনেই পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বেরিয়ে পড়তে হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে৷ তার আগে চোখের সমস্যা পুরোপুরি কাটিয়ে ওঠাই লক্ষ্য তৃণমূল সাংসদের৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.