পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন বুথে আবারও পুনর্নির্বাচন , দেখে নিন সেই তালিকা
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : গতকাল অর্থাৎ শনিবার ছিল সারা রাজ্যে পঞ্চায়েত ভোট, বেশিরভাগ জায়গায় শান্তিতে ভোট মিটলেও বেশ কিছু জায়গায় অশান্তির খবর কমিশনের নজরে আসে।
আর সেই অনুযায়ী আজ বিভিন্ন ব্লকে স্ক্রুটিনির পর বিভিন্ন জেলার পাশাপশি পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু বুথে আবারও পুনর্নির্বাচন ঘোষণা হয় , কোন কোন বুথে আগামীকাল অর্থাৎ সোমবার পুননির্বাচন হবে তারই তালিকা হইলো নিচে , দেখে নিন আপনার এলাকার বুথ আছে কিনা …..
১) বুথ নম্বর ৫১ – সবং ব্লকের কানাইশোল প্রাথমিক বিদ্যালয়
২) বুথ নম্বর ১০৪ – সবং ব্লকের আন্দুলিয়াভর্মা প্রাথমিক বিদ্যালয়
৩) বুথ নম্বর ৭১- নারায়নগড় ব্লকের কাঠালিয়া প্রাথমিক বিদ্যালয়
৪) বুথ নম্বর ২৬১- নারায়নগড় ব্লকের গুরদলা প্রাথমিক বিদ্যালয়
৫) বুথ নম্বর ২৬২ – নারায়নগড় ব্লকের শিতাংশু বালিকা বিদ্যালয়
৬) বুথ নম্বর ১৩১ – গড়বেতা ১ ব্লকের কাস্থগুড়া প্রাথমিক বিদ্যালয়
৭) বুথ নম্বর ৪ – মোহনপুর ব্লকের নারগোদা প্রাথমিক বিদ্যালয়
৮) বুথ নম্বর ৫৫ – মোহনপুর ব্লকের রামপুরা প্রাথমিক বিদ্যালয়
৯) বুথ নম্বর ৫৬ – মোহনপুর ব্লকের রামপুরা প্রাথমিক বিদ্যালয়
১০) বুথ নম্বর ৯৫ – মেদিনীপুর সদর ব্লকের উদয়পুর প্রাথমিক বিদ্যালয়
সংবাদ বার্তার পক্ষ থেকে সবাইকে আবেদন ভোট হোক অবাধ , শান্তিপূর্ণ। কোনো মায়ের কোল যেনো খালি না হয়।