সত্যিই রাজনীতিতে পা রাখতে চলেছেন কঙ্গনা? বড় ঘোষণা নায়িকার
নিজস্ব সংবাদদাতা: এবার সরাসরি রাজনীতির ময়দানে নামতে চলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। শুধু তাই নয়, নিজের রাজ্য হিমাচল প্রদেশের মান্ডি থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন ‘গ্যাংস্টার’ অভিনেত্রী। ক্যুইন’ বলুন কিংবা ‘ক্যুইন অফ ঝাঁসি’ বলুন, প্রত্যেকটি চরিত্রেই নিজেকে নিখুঁতভাবে সাজিয়ে নিতে পেরেছেন বলিউডের খ্যাতনামা অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার রাজনীতিতে নামার ইচ্ছে প্রকাশ করলেন একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের কাছে।
সম্প্রতি কঙ্গনা একটি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। সেখানে সঞ্চালকের প্রশ্নের উত্তরে কঙ্গনা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়ার খানিকটা ইঙ্গিত দিয়েছেন বলেই জানা গিয়েছে।
রাজনীতিতে যোগদানের ক্ষেত্রে তাঁর পরিকল্পনা কী এই প্রশ্নের উত্তরে কঙ্গনা জানান, ‘ পরিস্থিতি যেমন হবে, সরকার যেভাবে আমাকে চাইবে আমি সব ধরনের অংশগ্রহণ করতে রাজি। হিমাচল প্রদেশের মানুষ যদি আমাকে সেবা করার সুযোগ দেন তাহলে তো আরও ভালো হবে’। এমন সুযোগ পেলে তিনি তা অবশ্যই সৌভাগ্য হিসেবে গ্রহণ করবেন বলে জানান।
এরআগে বিভিন্ন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রশংসা করতে শোনা গিয়েছে এই অভিনেত্রীকে। মোদী বিরোধীদের বিরুদ্ধেও বারবার সুর চড়িয়েছেন তিনি। কঙ্গনার এই ইচ্ছার কথা শুনে, BJP-তে তাঁকে স্বাগত জানিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি কঙ্গনা রানাওয়াতের মুগ্ধতার কথা অজানা নয়। স্যোশাল মিডিয়ায় বহুবার গেরুয়া শিবিরের পক্ষে বক্তব্য রাখতে দেখা গিয়েছে তাঁকে। বিতর্কও কম হয়নি। এদিনও প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি নিজের আস্থার কথা ফের প্রকাশ করলেন অভিনেত্রী।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো মহাপুরুষ খুব বেশি আসেন না।” রাহুল গান্ধীর -নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বৈরথ নিয়েও কটাক্ষ করেছেন তিনি।