দুদিনের বঙ্গ বাণিজ্য সম্মেলনে বাংলায় ৩ লক্ষ ৪২ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব! বিপুল কর্মসংস্থানের আশ্বাস মমতার
ভুবন মোহনকর: ২২/০৪/২০২২: শিল্পই এখন বাংলার একমাত্র লক্ষ্য ৷ বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের মঞ্চ থেকে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই কারণে তিনি উপস্থিত দেশ-বিদেশের শিল্পপতিদের কাছে বাংলায় এসে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বুধবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হল বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন ৷ উপস্থিত ছিলেন দেশ-বিদেশের শিল্পপতিরা ৷ আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি থেকে সঞ্জীব গোয়েঙ্কা, সজ্জন জিন্দালদের মতো প্রথম সারির শিল্পপতিরাও উপস্থিত ছিলেন।
শুরুতে ভাষণ দেন রাজ্যপাল জগদীপ ধনকর। সবশেষে ভাষণ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের এই বঙ্গ বাণিজ্য সম্মেলনে বিশিষ্ট শিল্পপতিরা উপস্থিত ছিলেন। তাঁরা বিশেষ জায়গা অনুসারে বিয়োগের প্রস্তাব দেন। এবং সেক্ষেত্রে কর্মসংস্থানের ও ইঙ্গিত দেখা যায়। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে গত দু’দিনে ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে।
সম্মেলনের দ্বিতীয় দিন বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মাত্র গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন সংস্থার সঙ্গে ১৩৭টি মউ স্বাক্ষর করেছে রাজ্য সরকার। আরো জানান, এই বিরাট অঙ্কের বিনিয়োগ প্রস্তাব কার্যকরী হলে ৪০ লক্ষ বেকারের কর্মসংস্থান হবে।