উত্তর কলকাতার অপরাজিত বিধায়ক, রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পাণ্ডে প্রয়াত
ভুবন মোহনকর : ২০-০২-২০২২ দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই শেষ। রাজ্যের মন্ত্রী এবং মানিকতলা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে শেষ নিশ্বাস ত্যাগ করলেন ৭১ বছর বয়সে।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। চিকিৎসা চলছিল মুম্বইয়ের হাসপাতালে। রবিবার সকালে সেখানে টুইটে জানান মন্ত্রীর মৃত্যু সংবাদ। শোকবার্তায় তিনি জানান, “রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পাণ্ডের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যু হয় তাঁর।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টুইটে জানান মন্ত্রীর মৃত্যু সংবাদ। অতীতে জোড়া দফতরের দায়িত্ব দিয়ে পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী। ক্রেতা সুরক্ষা দফতরের পাশাপাশি স্বনির্ভর এবং স্বনিযুক্তি দফতরের মন্ত্রী করা হয়েছিল তাঁকে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন বিজেপি সাংসদ তথা দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
টুইট করে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও ৷ লিখেছেন, “আজ সকালে মুম্বইয়ে প্রবীণ ক্যাবিনেট মন্ত্রী সাধন পান্ড প্রয়াত হয়েছেন ৷ আমি গভীরভাবে ব্যথিত ৷ রাজনীতির বাইরেও তাঁর সঙ্গে আমার চমৎকার সম্পর্ক ছিল ৷ ছিল ব্যক্তিগত সখ্যতাও ৷ তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুগামীদের প্রতি আন্তরিক সমবেদনা।