খবররাজনীতিরাজ্য

তৃণমূলের নবীন-প্রবীণ বিতর্কতে এবার মুখ খুললেন গৌতম দেব

নবীন-প্রবীণ বিতর্কতে এবার মুখ খুললেন গৌতম দেব(Goutam Deb ) 

 

তৃণমূল কংগ্রেসের নবীন ও প্রবীণ বিতর্কতে এবার মুখ খুললেন উত্তরের প্রবীণ নেতা গৌতম দেব। এই সমস্যা মেটাতে সোমবার রাতে মিটিং করেন মমতা অভিষেক। আবার মঙ্গলবার সুব্রত বক্সি (Subrta Bakshi ) মিটিং ডেকেছেন সমস্ত জেলার সভাপতিদের নিয়ে। এই আবহে এবার মুখ খুললেন গৌতম দেব। মুখপাত্র কুণাল ঘোষ যখন নবীনদের ‘পতাকা তুলছেন’ সেই সময় আবার প্রবীণদের হয়ে সওয়াল করলেন শিলিগুড়ির (Shiliguri )মেয়র গৌতম দেব। স্পষ্ট বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দল অভিভাবকহীন। তিনি দলের একমাত্র নেত্রী।” ফলে বিতর্ক আরো ঘনীভূত হলো।

 

গতকাল সুব্রত বক্সি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তিনি লড়বেন। জোড়া ফুলকে সামনে রেখেই লড়বেন।” সুব্রত বক্সির ‘যদি’ শব্দটিতে আপত্তি করেন কুনাল ঘোষ(kunal Ghose )।

 

এবার গৌতম দেব সাংবাদিকদের বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়( Abisek Banerjee )গুরুত্বপূর্ণ নেতা। কিন্তু মমতার সঙ্গে তুলনা হয় না।” এ দিন গৌতম দেব তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে আরও এক স্পষ্ট করলেন নতুনদের কী কর্তব্য় রয়েছে দলের প্রতি। তাঁদের আগে ইতিহাস জানতে হবে। বুঝতে হবে, শিখতে হবে। প্রবীণ রাজনীতিকদের থেকে কাজ শিখে অভিজ্ঞতার সঞ্চার করতে হবে।

 

গৌতম বলেছেন, “দলের প্রবীণদের উচিত তৃণমূলের ইতিহাস জানানো নবীনদের। আমি এখানে বলেছি দিদির লেখা বইয়ের উপজীব্য তুলে একটা বই বানিয়ে নতুনদের হাতে তুলে দেব।” ফলে আরো জমে উঠলো বিতর্ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.