অন্যান্যখেলাফুটবল

আর্জেন্টাইন ফেডারেশনের কাছে গোলকিপার মার্টিনেজের বিরুদ্ধে নালিশ জানালো ফ্রান্স!

France filed a complaint against goalkeeper Martinez to the Argentine Federation!

আর্জেন্টাইন ফেডারেশনের কাছে গোলকিপার মার্টিনেজের বিরুদ্ধে নালিশ জানালো ফ্রান্স!

 

নিজস্ব সংবাদদাতা: আর্জেন্টিনার(Argentina) গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ(Emiliano Martínez) ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপেকে(Kylian Mbappé) নাগাড়ে উপহাস করে চলেছেন। এবার ফরাসি ফুটবল সংস্থা তার এই “অতিরিক্ততার” কারণে নড়েচড়ে বসলো। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়াকে সরকারি চিঠি পাঠালেন ফ্রেঞ্চ এফএ-র প্রেসিডেন্ট নোয়েল লে গ্রায়েত। নোয়েল বলেন,  ”আর্জেন্টাইন ফেডারেশনের প্রেসিডেন্টকে আমি নালিশ জানিয়েছি।”

 

ফাইনাল ম্যাচের আগে থেকেই কথার লড়াই চলছিল এমবাপে ও মার্টিনেজ এর মধ্যে। এমবাপে বলেছিলেন, লাতিন ফুটবল পছন্দ করেন না তিনি। মার্টিনেজ তার জবাবে বলেছিলেন, “ফুটবলই বোঝেন না এমবাপ্পে”। ফাইনালে ট্রাইবেকারে ফ্রান্স হেরে যাওয়ার পর এমবাপেকে গিয়ে সান্ত্বনা দিয়েছেন মার্টিনেজ। ফের এমবাপে কে দেশের মাটিতে ফিরে গিয়ে অসম্মান করেন।

এমবাপের পুতুল মাল্টিনেজের হাতে দেখা গেল আর্জেন্টিনার বিজয়োৎসবে। তা নিয়েও বিতর্ক চলে। তবে ফ্রান্স ফুটবল সংস্থার প্রেসিডেন্টের মার্টিনেজের এই বাড়াবাড়ি একেবারেই পছন্দ হয়নি।

 

পেনাল্টি শুট আউটের সময় ফরাসি ফুটবলারদের বারবার বিরক্ত করছিলেন মাটিনেজ। তিনি এগিয়ে এসে রেফারির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলেন। তিনি রেফারিকে বলার চেষ্টা করছিলেন, বলটি পেনাল্টি স্পটে ঠিকঠাক বসেছে কিনা। ফরাসি ফুটবল সংস্থার প্রেসিডেন্ট নোয়েল বলেন, ”বল ছুঁড়ে দেওয়া অত্যন্ত নিন্দনীয় কাজ। মনস্তাত্বিক যুদ্ধ এবং ঘটনার উত্তেজনায় অনেকেই অনেক কিছু করে ফেলতে পারে। এটা আমিও বুঝতে পারি। কিন্তু এহেন কাজকে সমর্থন করা যায় না।”

 

মার্টিনেজ এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে, ফ্রান্সের চুয়ামেনি যখন পেনাল্টি মারতে আসেন তখন পেনাল্টি স্পটে চলে যান আর্জেন্টাইন গোলরক্ষক। তখনই বলটি নিজের হাতে তুলে নেন। বল হাতে নিয়ে সমর্থকদের তাতাতে থাকেন। তারপর চুয়োমেনিকে বলটা না দিয়ে অনেকদূর ছুড়ে দেয়। তারপর চুয়োমেনি বলটি নিয়ে সে পেনাল্টি মারতে এসেছিলেন তবে সেই বলে গোল করতে পারেননি চুয়োমেনি।

ফ্রান্সের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বলেন, ”আমার মনে হয়েছিল মার্টিনেজ বিশ্বকাপ জেতার মরিয়া চেষ্টা করছিল। কয়েক গজ দূরে কেবল বলটা ও ছোঁড়েনি, ১৫-২০ গজ দূরে বলটা ছুঁড়ে দিয়েছিল মার্টিনেজ। চুয়োমেনির জন্য সত্যিই খারাপ লাগছিল ওই মুহূর্তে।”

 

এমনকি আর্জেন্টাইন গোলকিপারকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এদিকে ফরাসি ক্রীড়ামন্ত্রী অ্যামিলি অউদিয়া কাসটেরাও। তিনি আর্জেন্টিনার ক্রীড়া মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। ফরাসির ক্রীড়া মন্ত্রক এমবাপ্পের প্রতি মার্টিনেজের এরকম আচরণের জন্য “কুৎসিত” বলে উল্লেখ করেন। অ্যামিলি বলছেন, ”আর্জেন্টিনার ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আমি এই ব্যাপারে কথা বলতে পারি। এটা অত্যন্ত দুঃখজনক।” বিশ্বকাপ শেষ হয়ে গিয়েও যেন এখনো পর্যন্ত শেষ হয়নি। এখনো বিতর্ক চলছে মার্টিনেজ কে নিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.