অন্যান্যকলকাতাক্রিকেটখবরখেলা

Sourav Ganguly: মহারাজের প্রত্যাবর্তন ! আইপিএলে ফিরতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

মহারাজের প্রত্যাবর্তন ! প্রাক্তন বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় ফিরছেন আইপিএল- এ!

 

নিজস্ব সংবাদদাতা: সৌরভ গঙ্গোপাধ্যায় কে আবার দেখা যাবে আইপিএলে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান কে দেখা যাবে দিল্লি ক্যাপিটেলসের হয়। তাকে দেখা যাবে ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে। সংবাদ সংস্থা পিটিআই এমনটাই জানিয়েছে।

 

এর আগেও সৌরভ দিল্লি ক্যাপিটালস ছিলেন। তিনি আবার সেই দলেই ফিরতে চলেছেন। সেই দলের অধিনায়ক ঋষভ পন্থ এবং কোচ হলেন রিকি পন্টিং। গত বছর অক্টোবর মাসে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বোর্ড প্রধানের দায়িত্ব ছাড়। তার পাশাপাশি সৌরভ আইপিএলে দিল্লি দলের সঙ্গে যুক্ত হলে দুবাই এবং দক্ষিণ আফ্রিকায় ক্যাপিটালসের যে দল দু’টি রয়েছে সেগুলির সঙ্গেও কাজ করবেন।

 

আইপিএলের এক কর্তা পিটিআইকে বলে, “এই বছরই সৌরভ ফিরছে দিল্লি ক্যাপিটালস দলে। আলোচনা হয়ে গিয়েছে। আগেও এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন সৌরভ। সেই দলের মালিকদের সঙ্গে সৌরভের ভাল সম্পর্ক। তাই আইপিএলে সৌরভ ফিরলে দিল্লির হয়েই ফিরবেন।” ২০১৯ সালে সৌরভ দিল্লি ক্যাপিটালস এর মেন্টর ছিলেন।

কোচ পন্টিংয়ের সঙ্গে সৌরভকে জুড়ে দিয়ে শক্তি বাড়াতে চাইছে দিল্লি। সৌরভ বোর্ড প্রধান হওয়ায় দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব তাকে ছাড়তে হয়। নইলে স্বার্থসংঘাত হতে পারত। তবে এবার আর কোন পিছুটান নয়। এবার আর বোর্ড প্রধানের কোন দায়-দায়িত্ব নেই। তাই দিল্লি ক্যাপিটালস এ ফিরতে পারেন সৌরভ।

 

সৌরভ ভারতীয় ক্রিকেট বোর্ডে সভাপতি ছিলেন। গত বছর অর্থাৎ ২০২২ সালে অক্টোবর মাসে তার মেয়াদ শেষ হলে তাকে আর সুযোগ দেওয়া হয়নি। পাঠানো হয়নি, আইসিসিতেও। এরপর তিনি ঘোষণা করেছিলেন সিএবি-র সভাপতি পদে মনোনয়ন জমা দেবেন। কিন্তু সভাপতি হিসাবে সিএবি-র মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয় । এদিন জানা যায় কোন নির্বাচন হচ্ছে না।

 

এখন ভারতীয় ক্রিকেট বোর্ডে প্রধান হিসেবে সৌরভের জায়গায় রয়েছেন, রজার বিন্নী। তার কাঁধে এবার আগামী তিন বছর দায়িত্ব থাকবে। সৌরভ বোর্ড থেকে সরে গেল সেখানে থেকে গেছে জয় শাহ। তিনি রয়েছেন সচিব পদেই। অমিত শাহের পুত্র বোর্ডে থেকে গেলেও সৌরভকে সরে যেতে হওয়ায় শুরু হয়েছিল রাজনৈতিক চর্চাও। এক সময় সব রকম প্রশাসনিক পদ থেকে সরে যাওয়া মহারাজ আজ ফিরতে চলেছেন আইপিএলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.