বিধ্বংসী পাঞ্জাব ঝড়ে উড়ে গেলো চেন্নাই এক্সপ্রেস
ভুবন মোহন কর: ০৩/০৪/২০২২: পাঞ্জাব: ১৮০/৮(২০)। চেন্নাই: ১২৬/১০(১৮) ক্যাপ্টেন বদলানোর পর ২ টি ম্যাচ হেরে আজ চেন্নাইয়ের মুখোমুখি পাঞ্জাব। প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাবের বিধ্বংসী ব্যাটিং। টিমের ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়াল আজও ব্যার্থ হলেও অনবদ্য ব্যাটিং ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ান। ২৪ বলে ৩৩ রান। সঙ্গে লিভিংস্টনের ঝোড়ো ইনিংস ৩২ বলে ৬০ রান। সঙ্গে জিতেশ শর্মা ও কাগিসো রাবাদার সুন্দর সংগত। সবমিলিয়ে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৮০ রানের টার্গেট চেন্নাইয়ের সামনে।
১৮০ রানের টার্গেটে খেলতে নেমে অল্প সময়েই গুরুত্বপূর্ণ ৫ উইকেট হারিয়ে ফেলে দিশেহারা অবস্থা। দলের ভরসা স্তম্ভরা উথ্থাপা ১৩, গাইকোআর্ড ২, মঈন আলী ০, রায়াদু ১৩ এবং স্যার জাদেজা ০ রানে প্যাভিলিয়নে ফিরে যায়। তখনই মাঠে দেখায় শিবম দুবে ও ধোনির আগমন, সুন্দর ভাবে একটা পার্টনার শিপ গড়ে তোমার চেষ্টা। চেন্নাইয়ের হয়ে শিবম দুবের ৩০ বলে ৫৭ রানের সংযোগ কিছুটা হলেও দলকে এগিয়ে নিয়ে যায়।
তার পরেই ব্রাভোর ০ রানে প্যাভিলিয়নে ফিরে যাওয়া। সবমিলিয়ে আজও চেন্নাই পারেনি জয়ের মুখ দেখতে। পর পর উইকেট খুইয়ে ফেলে। পাঞ্জাবের ঝা৺ঝালো ব্যাটিংয়ের মতোই ঝা৺ঝালো বোলিং এ ঠেকানো গেল না চেন্নাইয়ের হারের হ্যাট্রিক। ১৮ ওভারে সব উইকেট হারিয়ে ১২৬ রানেই শেষ করে তাদের ইনিংস। ৫৪ রানে ম্যাচের জয়ী পাঞ্জাব।