ক্রিকেটখবরখেলাদেশ

MS Dhoni : IPL থেকে সরে ফের টিম ইন্ডিয়া তে ফিরছেন মাহি! শুরু হয়েছে জোর জল্পনা

আইপিএল থেকে সরে ফের টিম ইন্ডিয়া তে ফিরছেন মাহি! শুরু হয়েছে জোর জল্পনা

 

ভুবন মোহনকর: ফের মেন ইন ব্লু তে ফিরছেন ধোনি!(Dhoni) ইংল্যান্ডের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল (T20 World Cup semi final) থেকে ছিটকে গেছে ভারতীয় দল। আর সেই ক্ষতে প্রলেপ লাগাতে মহেন্দ্র সিংহ ধোনির দ্বারস্থ হয়েছে বিসিসিআই।

 

সূত্রের খবর, এ বারই শেষ আইপিএল খেলতে নামছেন ধোনি। আর খেলোয়াড় হিসাবে দেখা যাবে না তাঁকে। তাই অবসরের পরে ধোনিকে ভারতীয় দলে কোচিংয়ের দায়িত্বেই রাখতে চাইছে বিসিসিআই। ধোনি শুধু একজন ভাল খেলোয়াড় তা নয় তার অধিনায়কত্বেই ভারত ১৯৮৩ সালের পর আবার বিশ্বকাপ হাতে তুলেছে ২০১১ সালে।

 

তাছাড়া ক্রিকেটের ছোট ফরম্যাটে ধোনির দক্ষতার কথা সবার জানা। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও চার বার আইপিএল এর ট্রফি এসেছে তার অধিনায়কত্বে। তাই ছোট ফরম্যাটে ধোনির সেই মগজাস্ত্রকে ব্যবহার করতে চাইছে বিসিসিআই। যদিও এবিষয়ে মাহির পক্ষ থেকে এখনও কিছুই জানা যায় নি। চলতি মাসের শেষ সপ্তাহে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। সেখানে এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে। তার পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.