নেদারল্যান্ডসকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে টিম ইন্ডিয়া
নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করে টিম ইন্ডিয়া। নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রত্যাশিত ছন্দেই দেখা গেল টিম ইন্ডিয়াকে। গ্রুপের তথাকথিত সবচেয়ে দুর্বল দলের বিরুদ্ধে হাসতে-হাসতেই জিতলেন রোহিতরা। ৫৬ রানের ব্যবধানে জয় পাওয়ায় লিগ টেবিলের শীর্ষস্থানও দখলে চলে এল ভারতীয় ক্রিকেট দলের।
সিডনির বাইশ গজে ব্যাটারদের পর দাপট দেখাল বোলাররা। জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাধ্য মতো লড়াই করল স্কট এডওয়ার্ডসের দল। সেই সাধ্যে অবশ্য তাঁদের ভারতকে হারানোর সাধ পূর্ণ হল না। ভারতীয় বোলিং আক্রমণের সামনে নিয়মিত ব্যবধানে উইকেট হারাল নেদারল্যান্ডস।
জোড়া জয় পেয়ে এই মুহূর্তে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’-গ্রপের শীর্ষে ভারতীয় দল। ফলে গ্রপ-২’এর শীর্ষে ওঠেন রোহিত শর্মারা। ২ ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করা দক্ষিণ আফ্রিকা লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। আপাতত ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে বাংলাদেশ। তবে দিনের শেষ ম্যাচে পাকিস্তান যদি জিম্বাবোয়েকে হারিয়ে দেয়, অবধারিতভাবে পয়েন্ট টেবিলে আরও পিছিয়ে যাবেন শাকিব আল হাসানরা।
এই জয়ের ফলে নিজেদের গ্রুপে শীর্ষস্থানে উঠে এল ভারত। আগামী রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরত্বপূর্ণ ম্যাচের আগে যা বাড়তি অক্সিজেন দেবে টিম ইন্ডিয়াকে। তবে জিতলেও পাওয়ার-প্লেতে স্লো ব্যাটিং আর ওপেনারদের ফর্ম নিয়ে চিন্তায় থাকবে টিম ম্যানেজমেন্ট।