অফবিটখবরটেকটকদেশ

নতুন ইতিহাস গড়ল ISRO !! ৩৬টি উপগ্রহ নিয়ে সফল ভারী রকেট উৎক্ষেপণ

ISRO made a new history !! Successful heavy rocket launch with 36 satellites

৩৬টি উপগ্রহ নিয়ে ভারী রকেট উৎক্ষেপণ, নতুন ইতিহাস গড়ল ISR

 

নিজস্ব সংবাদদাতা : নজির গড়ল ইসরো। একসঙ্গে ৩৬টি ওয়ানওয়েব স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরো বিরাট রকেট। নির্ধারিত দিনেই বাণিজ্যিক অভিযানে ইতিহাস গড় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সবথেকে ভারী রকেটে করে একসঙ্গে ৩৬টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হল। পাঁচ হাজার সাতশো ছিয়ানব্বই কেজির পেলোড নিয়ে সফল উড়ানে শনি-রবির মধ্যরাতে ইতিহাস লিখল আত্মনির্ভর ভারত।

 

সাম্প্রতিক সময়ে মহাকাশ বাণিজ্যে এক গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছে ইসরো। বিশেষত রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের পর মস্কোকে টেক্কা দিয়ে অনেকখানি অগ্রসর হয়েছে ভারতীয় মহাকাশ সংস্থা। সেই ধারা বজায় রেখে গতকাল মধ্যরাতে ব্রিটেনের তৈরি ছত্রিশটি স্যাটেলাইটকে সঙ্গী করে মহাকাশে পাঠানো হলো ইতিহাসের সবথেকে ভারী রকেট। গতকাল রাত ১২ টা বেজে ৭ মিনিটে পাড়ি দেয় রকেট ব্রিটেনের ৩৬ টি স্যাটেলাইট সহ রকেটটি পারি দেয় । বলে রাখা ভালো, ইসরো দ্বারা মহাকাশে উৎক্ষেপণ করানো রকেটটির দৈর্ঘ্য ৪৩ মিটার এবং ওজন ৬৪৪ টন। এছাড়াও একাধিক আধুনিক ব্যবস্থাপনা রয়েছে এই রকেটে।

 

ইসরোর তরফে জানানো হয়েছে, LVM3-M2/OneWeb India-1-এর উপগ্রহের সফল উৎক্ষেপণ হয়েছে। ব্রিটেনের ৩৬টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে দেশের সবচেয়ে ভারী রকেট। GSLVMk3 – নামক রকেট উৎক্ষেপণের জন্য শনিবার মধ্যরাত থেকেই কাউন্টডাউন শুরু করে দিয়েছিল ইসরো। রবিবার রাত রাতে উৎক্ষেপণ করা হয় রকেটটির।

 

এর আগে একাধিকবার মহাকাশ অভিযানে পাড়ি দেওয়া এবং স্যাটেলাইট লঞ্চ করে থাকলেও, সেই স্যাটেলাইট ছিল হালকা। ভারী স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে ইসরোকে এতদিন ভরসা করতে হত পশ্চিমী দেশগুলির উপর। তবে এবার সকলকে তাক লাগিয়ে দিল ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্র। নিজেদের ভারী বাণিজ্যিক রকেটেই উৎক্ষেপণ করা হল স্যাটেলাইট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.