টেকটক

Redmi Note 12 Series : 200 MP ক্যামেরার ফোন ভারতে আনছে Xiaomi, দাম সাধ্যের মধ্যেই!

200 MP ক্যামেরার ফোন ভারতে আনছে Xiaomi, দাম সাধ্যের মধ্যেই!

 

 

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 12 সিরিজ। একাধিক নতুন ফোন লঞ্চ হয়েছিল। Redmi Note 12 ছাড়াও বাজারে এসেছিল Redmi Note 12 Pro ও Redmi Note 12 Pro+। এবার এই ফোনগুলি ভারতে লঞ্চের তোড়জোড় শুরু করেছে Xiaomi। এর মধ্যে Redmi Note 12 Pro+ ফোনে রয়েছে 200 MP ক্যামেরা। ফলে 2023 সালের শুরুতেই ভারতে দুর্দান্ত ক্যামেরার এই মোবাইল হাজির হবে।

 

লঞ্চের সময় চিনে Redmi Note 12 Pro+ এর দাম ছিল 2,099 ইউয়ান (প্রায় 25,000 টাকা)। ভারতে Redmi Note 12 Pro+ নাম বদলে Xiaomi 12i HyperCharge লঞ্চ করতে পারে বেজিংয়ের সংস্থাটি।সম্প্রতি টিপস্টার মুকুল শর্মা টুইটারে জানিয়েছেন জানুয়ারিতে ভারতে লঞ্চ হবে Redmi Note 12 সিরিজ।

 

তিনি জানিয়েছেন একই সঙ্গে 200 MP ক্যামেরার Redmi Note 12 Pro+ ভারতে লঞ্চ করবে চিনা সংস্থাটি।সম্প্রতি অন্য এক রিপোর্টেও Xiaomi 12i HyperCharge লঞ্চের খবর সামনে এসেছিল। হাই স্পিড চার্জিং সহ ফোনগুলি Hypercharge সিরিজে লঞ্চ করে Xiaomi।যদিও ভারতে Redmi Note 12 সিরিজ লঞ্চ সম্পর্কে এখনও মুখ খোলেনি Xiaomi। অক্টোবরে চিনে এই ফোন লঞ্চ হয়েছিল। 8 GB RAM + 256 GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোনের দাম 2,099 ইউয়ান (প্রায় 25,000 টাকা)। ভারতেও এই দামে লঞ্চ হতে পারে 200 MP ক্যামেরার এই ফোন।

 

 

Redmi Note 12 Pro+ – এর প্রধান আকর্ষণ এই ফোনের ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 200 MP সেন্সর। সঙ্গে পাবেন 16 MP সেলফি ক্যামেরা। থাকছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে 120 W ফাস্ট চার্জিং দিচ্ছে Redmi। এই ফোনে Android অপারেটিং সিস্টেমের উপরে MIUI 13 স্কিন চলবে। থাকছে ডুয়াল সিম 5G সাপোর্ট। এছাড়াও WiFi 6 ও Bluetooth 5.2 সাপোর্ট পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.