নভেম্বরের মাঝে ফের নিম্নচাপের ভ্রুকুটি! দক্ষিণবঙ্গে বজ্র-বৃষ্টির সম্ভাবনা
ভুবন মোহনকর: পশ্চিম মেদিনীপুর: ১৫/১১/২০২৩: ভোর ও রাতে শিরশিরানি ভাব অনুভূত হচ্ছে। কবে পড়বে জাঁকিয়ে ঠান্ডা? প্রশ্ন উঁকি মারছে শীতপ্রেমীদের মনে। এসবের মধ্যেই বাংলার আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। গভীর নিম্নচাপ, বঙ্গে বজ্র সহ বৃষ্টির আশঙ্কা! বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, যা ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
এই নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগোচ্ছে। এর জেরে বুধবার থেকে বৃষ্টি হতে পারে রাজ্যে। উপকূল সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। সোমবারই থাইল্যান্ড উপসাগর থেকে দক্ষিণ আন্দামান সাগরের একটি ঘূর্ণাবর্ত প্রবেশ করেছে। এর জেরে বুধবার থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গে বুধবার থেকে সামান্য বাড়বে রাতের তাপমাত্রা। রাতের তাপমাত্রা বাড়লেও মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা সামান্য কমবে। বুধবার হালকা বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়।
বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের কোনও জেসায় বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগসি, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ইতিমধ্যে তাপমাত্রার পারদ নামতে চলেছে। উত্তরের রাতের পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নামবে।
উত্তরবঙ্গে শীতের আমেজ অনেকটাই বেড়েছে। আপাতত চার থেকে পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে ক্রমশ শুকনো বাতাস জলীয় বাষ্প কমবে। শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে।