দক্ষিণবঙ্গে ভারী বর্ষণ সঙ্গে বজ্র পাতের লাল সতর্কতা! উত্তরে বন্যা পরিস্থিতি, বঙ্গে বর্ষা
ভুবন মোহনকর: ২৩:০৬:২০২৩, পশ্চিম মেদিনীপুর: বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। ইতিমধ্যেই বঙ্গে বর্ষা প্রবেশ করেছে।
লাগাতার ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। জলস্তর বাড়বে নদীগুলিতে। তিস্তা তোর্সা জলঢাকা ও সংকোশ নদীতে জলস্তর বিপদসীমা ছুঁতে পারে। বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু ।
বিক্ষিপ্ত বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি বাড়বে। হাওয়া অফিস জানাচ্ছে, বর্ষা ঢুকতে বাকি রইল কেবল ঝাড়গ্রাম জেলা এবং পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের সব অংশেই পৌঁছে যাবে মৌসুমী বায়ু। ক্যানিং থেকে আরও একটু এগিয়ে হলদিয়ার উপর দিয়ে এখন অবস্থান করছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এছাড়া মধ্য উত্তরপ্রদেশে একটি নিম্নচাপ অঞ্চল বিরাজ করছে।
আজ বিকেলের পর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।