সিবিআই এর ডাকে অন্তর্বর্তী স্থগিাদেশের নির্দেশ সিঙ্গেল বেঞ্চের! সাময়িক স্বস্তিতে পার্থ চট্টোপাধ্যায়
বিশেষ সংবাদদাতা:১২/০৪/২০২২: কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, এদিন বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে পার্থ বাবুকে, প্রথমে এই রায় হলেও পরে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে না তত্কালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।
কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে সাময়িক স্বস্তিতে তত্কালীন শিক্ষামন্ত্রী। বিকেল সাড়ে পাঁচটায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের সামনে হাজির হওয়ার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যান পার্থর আইনজীবী।
সেই মামলার শুনানি শুরু হয় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। সূত্রের খবর, একক বেঞ্চের নির্দেশনামা হাতে না পাওয়ায় ডিভিশন বেঞ্চে পার্থর আবেদনের শুনানি স্থগিত করে দেন বিচারপতিরা। বুধবার সকাল সাড়ে দশটায় পার্থর আবেদনের শুনানি হবে বলে হাই কোর্ট সূত্রে খবর।