আবহাওয়াখবররাজ্য

আবহাওয়া : আম্ফান এর থেকেও বিধ্বংসী ঘূর্ণি ঝড়ের ইঙ্গিত

আবহাওয়া : আম্ফান এর থেকেও বিধ্বংসী ঘূর্ণি ঝড়ের ইঙ্গিত

ভুবন মোহনকর : ২১/০২/২০২২: বাংলার উপর দিয়ে বয়ে গিয়েছে আম্ফানের মতো শক্তিশালী ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় আয়লা, বুলবুলের পর আম্ফান বাংলা উপকূল তাণ্ডব চালিয়ে গিয়েছিল। সেই ক্ষত এখনও সারেনি। তারপর বাংলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবও পড়েছিল। কিন্তু এখন আবহবিদরা জানাচ্ছেন, আম্ফানের থেকেও বিধ্বংসী ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, অশনি সংকেত দিয়েছে হাওয়া অফিস।

সম্প্রতি ক্লাইমেট ডায়ানামিক্স স্প্রিংগার নামে এক টি জার্নালে খড়গপুর আইআইটির গবেষকরা ইঙ্গিত দিয়েছিলেন বাংলা তথা ভারতের উপকূলে ঘূর্ণিঝড় প্রবণতা আরও বাড়বে। বাড়বে ঘূর্ণিঝড়ের বিধ্বংসী রূপও। জলবায়ু পরিবর্তনের ফলেই এই রূপ পরিবর্তন আসতে চলেছে আবহাওয়া, এমনই বার্তা দিয়েছিলেন গবেষকরা।

ভয়াবহ ঝড়ের মুখে পড়তে পারে বাংলা। ভূতত্ত্ববিদ সুজীব কর সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ভয়াবহ ঝড়ের মুখে পড়তে পারে বাংলা বাংলার উপকূল ঘূর্ণিঝড় প্রবণ হয়ে উঠছে জনবায়ু পরিবর্তনের কারণে।

তিনমাস ধরে একাধিক সাইক্লোন ধেয়ে আসার সম্ভাবনা। ভূতত্ত্ববিদদের ধারণা, আম্ফান দীর্ঘসময় স্থায়ী হয়েছিল স্থলভাগে। এবার যে সমস্ত ঝড় তৈরি হবে, তার রেডিয়াস আম্ফানের থেকে বড় হতে পারে। ফলে আরও দীর্ঘ সময় তা তাণ্ডব চালাতে সক্ষম হবে। স্বাভাবিকভাবেই ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি হবে।

সাধারণভাবে বঙ্গোপসাগের যে সমস্ত ঘূর্ণিঝড় তৈরি হয় তা ওড়িশা, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে হানা দেয়। ফলত এই তিন মাস ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে সতর্ক থাকতে হবে উপকূলবর্তী রাজ্যগুলিকে।বিগত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যাগ বাড়ছে। বিজ্ঞানীরা উত্তর ভারত মহাসাগর, বঙ্গোপসাগর ও আরব সাগরে ঘূর্ণিঝড়ের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, ঘূর্ণিঝড়ের তীব্রতা এবং ফ্রিকোয়েন্সি অনেক বেশি আগের তুলনায়। তা উত্তরোত্তর বাড়বে বলেই মনে করছেন গবেষকরা।

ফলে দুর্যোগপূর্ণ গ্রীষ্মকালীন আবহাওয়া কাটবে বাংলা তথা পূর্ব, দক্ষিণ ভারতে।বিশেষজ্ঞরা মনে করছেন শুধু ভারতের পূর্ব বা দক্ষিণ নয়, ভারতের পশ্চিম উপকূলও সংকটের মুখে পড়বে। বঙ্গোপসাগরের মতো আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ও অভিমুখ বদলে ভারতের উপকূলে হানা দিতে পারে। সাম্প্রতিক ইসিহাস সেকথাই বলছে। বিশেষজ্ঞরা ভারতের পশ্চিম উপকূলের মধ্যে মহারাষ্ট্র ও গুজরাট নিয়েই বেশি উদ্বেগ প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.