উত্তরে বন্যা পরিস্থিতি! দক্ষিণে বাড়বে বৃষ্টি, আকাশের মুখ ভার, এক নজরে আবহাওয়া জানুন
ভুবন মোহনকর: ১৪/০৭/২০২৩: পশ্চিম মেদিনীপুর: বর্ষা এলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। এদিকে উত্তর বঙ্গে ভয়াবহ পরিস্থিতি। চলতি মাসে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতির কথা জানিয়েছিল হাওয়া অফিস। তবে এবার তা হয়তো পূরণ হতে পারে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির ফলে আলিপুরদুয়ারে বন্যা পরিস্থতি সৃষ্টি হয়েছে । উত্তরবঙ্গের নদীগুলোর জল বিপদসীমার উপর দিয়ে বইছে । বানভাসি এলাকায় সেনা নামিয়ে চলছে উদ্ধারের কাজ ।
▪️ জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আগামী ২ দিনের প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর, জন্য লাল সর্তকতা জারি রয়েছে । এছাডাও কালিম্পং এবং কোচবিহারে জারি হয়েছে কমলা সতর্কতা । মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও হলুদ সতর্কতা রয়েছে।
▪️দক্ষিণবঙ্গের আকাশে অধিকাংশ সময়েই মেঘের দাপট থাকবে। পশ্চিমের জেলায় বিকেলে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার উপকূলের তিন জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে । রবিবারও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। এরই মধ্যে আলিপুরের পূর্বাভাস রবিবার অর্থাত্ ১৬’জুলাই থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে । তার জেরেই দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলী, নদীয়া জেলা তেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভবনা থাকছে।