দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৪৫ ছুঁই ছুঁই! বাড়বে তাপপ্রবাহ, লু-র সতর্কতা
ভুবন মোহনকর: ২৫/০৪/২০২২:পশ্চিম মেদিনীপুর – কালবৈশাখীহীন চৈত্র এবং বৈশাখ দেখল বাংলা। আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর৷ এই পরিস্থিতিতে রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব শহরেই তাপমাত্র ছুঁই ছুঁই ৪৫ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে দোসর তাপপ্রবাহ। ফলে গরমের দাবদাবে নাজেহাল মানুষ।
এমন অবস্থায় বারবার তাপপ্রবাহের সতর্কতা এবং লু’র থেকে বাঁচার সাবধানবাণী। আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আপাতত বিক্ষিপ্ত ভাবেই বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতে। সোমবার সকালের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের সবকটি জেলায়। আগামী ২-৩ দিনে দিনের তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি অবধি। দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই শুকনো থাকবে আবহাওয়া। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ।
ফলে অস্বস্তিও বাড়বে পাল্লা দিয়ে। হওয়া অফিস সূত্রে জানা গেছে , আগামী কয়েকটা দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বরং বাড়বে গরমের পারদ। এমনকি দক্ষিণ ও পশ্চিম বেশকিছু জেলায় জারি থাকছে তাপপ্রবাহের পরিস্থিতি। এমন পাশাপাশি বেশ কিছু জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি উপরে ওঠার সম্ভাবনা আছে। পরিস্থিতি খারাপ হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের মতো জায়গায়। এই অবস্থায় চিকিৎসকদের পরামর্শ অনুসারে :
১) বেশি করে জল পান করুন।
২) রোদে বার হবেন না। যদি হন তাহলে ছাতা,টুপি, সানগ্লাস, ব্যবহার করুন।
৩) সান-স্ক্রিন ব্যবহার করুন।
৪) নুন-চিনি-লেবুর জল পান করুন।
৫) ORS/ORSL বা গ্লকোজ খান।
৬) ডাবের জল, আখের রস, তরমুজ, শশা, আম এই সব ফল খান নিয়মিত।
৭) মশলাদার খবর একেবারে এড়িয়ে চলুন।
৮) ঢিলে ঢালা পোশাক পরুন।
৯) তৃষ্ণার্ত বোধ না করলেও জল পান করুন।
১০) হিট স্ট্রোক, অজ্ঞান হলেই দেরি না করে চিকিৎসকের কাছে নিয়ে যান, পরামর্শ নিন।