গতকাল মহালয়ায় দেবীপক্ষের সূচনা হয়েছে। সেইসঙ্গে পুজো একেবারে দোরগোড়ায়। গোটা রাজ্য জুড়ে এখন সাজো সাজো রব। তারমধ্যে চিন্তার কারণ হয়ে উঠেছিল বৃষ্টি। তবে কিছুটা হলেও স্বস্তি দিয়ে হাওয়া অফিস জানাল আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের আকাশ আপাতত ঝলমলে থাকবে। হঠাৎ মেঘ জমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবুও কলকাতা ও তার আশপাশের জেলাগুলোর আকাশ পরিষ্কার থাকবে বলে মত অবহবিদদের। আজ সকালে আলিপুর আবহাওয়া দফতর আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। সেখানে বলা হয়েছে পুজোর বোধনের আগের এই পাঁচ দিন অর্থাৎ প্রতিপদ থেকে পঞ্চমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের ছয় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। পুজোর আগে গত এক মাস ধরে দক্ষিণবঙ্গে যেভাবে নিম্নচাপ নেমে এসেছিল, তাতে আশঙ্কায় ছিলেন পুজো উদ্যোক্তা থেকে শুরু করে যাঁরা পুজোর এই চারটে দিন উপার্জন করেন এবং সাধারণ মানুষ সকলেই। গত সপ্তাহেও ছিল সেই বৃষ্টির জের। তবে দেবীপক্ষের শুরুতেই স্বস্তির বার্তা দিল আবহাওয়া দফতর। পুজোর চার দিনের খবর না মিললেও পুজোর আগের পাঁচ দিন যে স্বস্তি পাওয়া যাচ্ছে তা প্রায় নিশ্চিত করে দিল হাওয়া অফিস।
ইতিমধ্যেই শহর কলকাতা তো বটেই শহরতলীতেও পুজোর আমেজ শুরু হয়ে গেছে। বহু মণ্ডপে মানুষের ভিড়ও দেখা যাচ্ছে। তাই আবহাওয়ার এই আগাম ঘোষণা যে স্বস্তির বার্তা তা বলার অপেক্ষা রাখে না।