খবরজেলার খবর

অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মানলো পিংলা কলেজের ছাত্রী মহুয়া

অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মানলো পিংলা কলেজের ছাত্রী মহুয়া

 

সব্যসাচী গুছাইত,নিজস্ব প্রতিনিধি, ০৪/০৭/২০২২:

আর পাঁচজন ছাত্রীর থেকে প্রথম থেকেই বেশ আলাদাই ছিলো পিংলা কলেজের ছাত্রী মহুয়া সিং। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক, যষ্ঠ সেমিষ্টারে পাঠরতা ছিলেন মহুয়া। ডিপার্টমেন্টের স্যার ম্যাডাম দের অত্যন্ত প্রিয় ছাত্রী হিসেবে সুখ্যাতি ছিলো। পড়াশুনোয় যথেষ্ট ভালো। নিজেও বুঝতে পারেনি, পরিবারের কাউকেও এক মহুর্তের জন্য বুঝতে দেয়নি শরীরে বহন করে চলেছে এক মারন রোগ।

 

মহুয়ার বাড়ী পিংলা ব্লকের গোপীনাথপুরে। মেসে থেকেই পড়াশুনো করতো। কলেজের অ্যাসেসম্যান্ট পরীক্ষা অনলাইনে বাড়ীতে থেকে দিতে গিয়েই হঠাৎ করে চোখ ঝাপসা থেকে পরপর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। তখনো মনের মধ্যে প্রবল জেদ পরীক্ষা দেওয়ার। কলেজের বিভাগীয় প্রধানের সাথে যোগযোগ করে সমস্যার কথা জানায়, হঠাৎ করে শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় যে বাড়ীর লোকজন গতপরশু ভর্তি করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। ডাক্তারবাবুর পরামর্শ মতো রক্ত পরীক্ষা করলে ধরা পড়ে ব্লাড ক্যানসার। ফ্যাকাসে হয়ে যায় খবরটা শোনার পর আত্মীয় পরিজনের মুখ। অত্যন্ত অভাবী দরিদ্র বাড়ির হলেও তৎক্ষনাৎ কোলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মহুয়া তখনো জানে না তার কি হয়েছে। শুধু বলে যাচ্ছে পরীক্ষাটা সে কি ভাবে দেবে।

 

সব আশা জেদের কাছে হেরে গেলো মহুয়া গতকাল রাতে। মৃত্যু সংবাদ পাওয়া মাত্র কলেজে সহ এলাকায় নেমে আসে শোকের ছায়া। অধ্যাপক অভিজিৎ ভট্টাচার্য্য ও অধ্যাপীকা মৌসুমী ঘটক মৃতা ছাত্রীর বাড়ীতে গিয়ে দেখা করে আসেন।

কলেজে স্মরনসভার মাধ্যমে মহুয়ার স্মৃতিচারনা করেন অধ্যক্ষ ডঃ সুকুমার চন্দ্র। কলেজের বড়বাবু তরুন কুমার ভট্টাচার্য্য সহ উপস্থিত ছিলেন সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষাকর্মীবৃন্দ ও কলেজের ছাত্রছাত্রী। ডঃ চন্দ্র বলেন- “কলেজ একজন কৃতী ছাত্রীকে হারালো।পড়াশুনোর প্রতি অসম্ভব জেদ ছিলো মেয়েটির। সমস্ত মৃত্যুই বেদনাদায়ক। মহুয়ার আত্মা যেনো শান্তি পায়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.