কোজাগরী লক্ষ্মী পুজো! এই কয়েকটি টোটকা পালন করুন, জীবনে আসবে সমাধান
০৮/১০/২০২২ দুর্গোত্সবের পর হয় কোজাগরী লক্ষ্মী পুজো। তিথি অনুসারে এবার ৯ অক্টোবর ঘরে ঘরে পুজিত হবেন দেবী লক্ষ্মী।
কোজাগরী লক্ষ্মীপুজো থাকছে ৮ অক্টোবর শনিবার রাত ৩/২৯/৪২ থেকে ৯ অক্টোবর রাত ২/২৫/৫ পর্যন্ত। এই কোজাগরী পূজোয় পালন করুন বেশ কিছু আচার। জীবনে আসবে উন্নতি। দেবী এতে আপনার ওপর প্রসন্ন হবেন। আর্থিক শ্রী বৃদ্ধি হবে। সংসারে শান্তি বিরাজ করবে। চলুন জেনে নেওয়া যাক সেই আচার গুলো কি?
পুজোর দিন কি কি পালন করবেন
▪️লক্ষ্মী পুজোর আগে ঠকুর ঘর তো বটেই সঙ্গে পুরো বাড়ি পরিষ্কার করুন। ঘরের সকল বাড়তি জিনিস ফেলে দিন। বাড়ি রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন।
▪️লক্ষ্মী পুজোর দিন বাড়ির সকল কোণায় প্রদীপ জ্বালান। এতে গৃহে ইতিবাচক শক্তির আগমন ঘটবে। অবশ্যই বাড়ির প্রবেশ দ্বারে দুটি প্রদীপ রাখুন।
▪️লক্ষ্মী পুজোর দিন তুলসী মালা তৈরি করুন। আর সেই তুলসী মালা ব্যবহার করে ১০৮ বার শ্রী জপ করুন।
▪️থুতু দিয়ে টাকা গোনার অভ্যেস আছে অনেকের। এর জন্য রুষ্ট্র হন মা লক্ষ্মী। এই কাজ করা থেকে বিরত থাকুন। জীবনে সৌভাগ্য ফেরাতে আগামী কল অবশ্যই এই টোটকা গুলি পালন করুন।