অফবিটসাহিত্য ও সংস্কৃতি

ফের পুরী জগন্নাথ মন্দিরে ভেঙে পড়ল পাথর! অশুভ ইঙ্গিতের আশঙ্কায় ভক্তরা

Puri Jagannath temple stone broken again! Devotees fear ominous omens

ফের পুরী জগন্নাথ মন্দিরে ভেঙে পড়ল পাথর! অশুভ ইঙ্গিতের আশঙ্কায় ভক্তরা

 

ভুবন মোহনকর: ৩০/১০/২০২২: ফের জগন্নাথ মন্দিরের চর্চা গৃহের শুক্রবার রাতে আচমকাই এই মন্দিরের চর্চাগৃহ থেকে একটি পাথরের টুকরো ভেঙে পড়েছিল। তবে ঘটনায় কেউ আহত হয়নি বলেই খবর।

 

মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, খসে পড়া ওই পাথরের টুকরোটির ওজন প্রায় তিন কেজি। পুরীর জগন্নাথ মন্দিরে একাধিক ফাটল দেখা দেওয়ায় ইতিমধ্যেই ওড়িশা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আদালত বন্ধু এন কে মোহান্তি। তাঁর দাবি, মন্দিরে সংস্কারের কাজ সঠিকভাবে হচ্ছে না। এই ঐতিহ্যবাহী মন্দির বহু পুরনো। ফলে খুব সাবধানতা অবলম্বন করে সংস্কারের কাজ করা প্রয়োজন।ইতিমধ্যেই এই পাথর ভেঙে পড়ার কথা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে জানানো হয়েছে। ওই অংশের অন্যান্য পাথরগুলির চাঁই কোনওভাবে দুর্বল হয়ে পড়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে।

 

উল্লেখ্য, পুরীর জগন্নাথ মন্দিরে গত কয়েকমাস ধরেই একের পর এক অঘটন ঘটে চলেছে। রান্নাঘরের উনুন ভাঙচুর, মন্দিরের দেওয়ালে ফাটল থেকে শুরু করে গর্ভগৃহের একাংশের দেওয়াল থেকে প্লাস্টার খসে পড়ার ঘটনায় বারবার আতঙ্কিত হয়েছেন পুণ্যার্থীরা। আর এবার মন্দির থেকে পাথর ভেঙে পড়ার ঘটনায় অশুভ ইঙ্গিত পাচ্ছেন ভক্তরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.