ঐতিহাসিক রক্তদান উৎসব অনুষ্ঠিত হলো ঘাটাল কলেজে
জীবন আমাদের রক্তে গড়া, রক্তে গড়া প্রাণ। রক্ত দিয়ে বাঁচাবো মোরা শত শত প্রাণ
আপনি টাকা দিয়ে হয়তো কারোর জন্য জীবন কিনতে পারবেন না। কিন্তু আপনি রক্ত দান করে কারোর জীবন বাঁচাতে পারেন।
তাই নিয়মিত রক্তদান করে অন্যের বিপদে এগিয়ে আসুন।
এই চিন্তা ধারাকে পাথেয় করেই ঘাটালের সাংসদ ও ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি দীপক অধিকারী ওরফে দেবের উৎসাহ প্রদানে ও NCC, NSS এবং physical Education বিভাগ ছাড়াও ঘাটাল ব্লক , ঘাটাল শহরের উদ্যোগে আজ এক মহতী ঐতিহাসিক রক্তদান উৎসব পালিত হলো ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে। আজকে সকাল ১০ টা থেকে যে ভাবে রক্তদাতারা সেছ্বায় রক্তদান করতে এসেছিলেন তার ফলস্বরূপ ৫০০ জনের টার্গেট থাকলেও সেটা শেষ অবধি ঐতিহাসিক ভাবে মোট ৬২৬ জন রক্তদাতা রক্তদান করেন তাও শেষ অবধি অনেক মানুষ আগ্রহী থাকলেও আর নেওয়া সম্ভব হয়নি ।
আজকের এই মহতী রক্তদান শিবিরে রক্ত সংগ্রহে এসেছিল ঘাটাল ব্লাড ব্যাংক, পাঁশকুড়া ব্লাড ব্যাংক ও বাঁকুড়া ব্লাড ব্যাংক
আজকের এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পিংলা বিধানসভার বিধায়ক ও পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, এছাড়াও গৌরবময় উপস্থিতিতে ছিলেন ঘাটাল কলেজের অধ্যক্ষ মন্টু কুমার দাস, ঘাটাল লোকসভার সাংসদ প্রতিনিধি রামপদ মান্না, দাসপুর -২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আশিষ হুদাইত , ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দীলিপ মাজী , ঘাটাল পৌরসভায় চেয়ারম্যান তুহিন কান্তি বেরা, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মদক্ষ শ্যামপদ পাত্র, এছাড়াও উপস্থিত ছিলেন জারিনা ইয়াসমিন, বিকাশ কর, সন্ন্যাসী দোলই , হাবিবুর রহমান সহ আরো অনেক বিশেষ ব্যক্তিবর্গরা ।