অফবিটবলিউডবিনোদনসেলিব্রিটি

ডেঙ্গুতে আক্রান্ত সলমন খান, বিগ বস-র দায়িত্ব সামলাবেন করণ জোহর

ডেঙ্গুতে আক্রান্ত সলমন খান, বিগ বস-র দায়িত্ব সামলাবেন করণ জোহর

 

নিজস্ব সংবাদদাতা: ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সুপারস্টার সলমন খান। শুক্রবার সন্ধ্যার পরেই এই খবর ছড়িয়ে পড়েছে বলিউডে। যদিও সুপারস্টারের অবস্থা আশঙ্কাজনক নয়। কিন্তু আপাতত কোনও কাজ নয়, পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাঁকে। চিকিৎসকের কড়া নজরেই আছেন তিনি। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গত পাঁচ দিন ধরেই সলমন তীব্র জ্বরে ভুগছেন। ডাক্তারের কথায়, অভিনেতাকে বিশ্রামে থাকতে হবে। তাই সলমনের সব শুটিং বাতিল করা হয়েছে। এমনকী, সলমন অসুস্থ হওয়ায় বিগ বস সিশন ১৬-এর সঞ্চালনার দায়িত্ব নিচ্ছেন করণ জোহর।

 

বর্তমানে করণের হাতে অনেক কাজ রয়েছে ঠিকই। তবে এর আগেও বিগ বস ওটিটি-র প্রথম সিজনের সঞ্চালনা করেছেন তিনি। তাই সফলভাবে এই শো চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই কারণেই হয়ত ভাইজান নিজের পুরনো বন্ধুর কাছে সাহায্য চেয়েছিলেন। ইন্ডাস্ট্রিতে কেউই সল্লু ভাইয়ের আবেদন ফেরাতে পারেন না। তাই করণও সেটা পারেননি। তাছাড়া এই কাজের জন্য করণ জোহরকে মোটা টাকার পারিশ্রমিক অফার করা হয়েছিল বলে খবর।

 

সলমনের সুস্থ হতে কত দিন লাগতে পারে, তার অবশ্য এখনই আন্দাজ পাওয়া যাচ্ছে না। ততদিন শোটিকে এগিয়ে নিয়ে যেতে হবে করণকেই। করণের সামনেও এখন বড় চ্যালেঞ্জ। সলমনের মতোই তিনি এই অনুষ্ঠানকে জনপ্রিয় করতে পারবেন কি না, সেটিও দেখার দিকে তাকিয়ে রয়েছেন এই অনুষ্ঠানের দর্শক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.