অফবিটবিনোদনভাইরালসেলিব্রিটি

Bigg Boss16 : চলতি সপ্তাহেই বিগবসের ঘর থেকে নিষ্কাশিত হতে চলেছে সাজিদ খান? কি সিদ্ধান্ত নিলেন নির্মাতারা

Sajid Khan is going to be evicted from Bigg Boss house this week? What decision did the makers make?

চলতি সপ্তাহেই বিগবসের ঘর থেকে নিষ্কাশিত হতে চলেছে সাজিদ খান? কি সিদ্ধান্ত নিলেন নির্মাতারা

 

নিজস্ব সংবাদদাতা: জমে উঠেছে টেলিভিশনের বহু বিতর্কিত রিয়ালিটি শো বিগ বস ১৬(Bigg Boss)  প্রতিবছর কিছু বিতর্কিত প্রতিযোগীকে আনা হয়ে থাকে এই রিয়েলিটি শোতে। এই বছরও তার ব্যাতিক্রম নয় তবে এবছর দৃশ্যটা একটু অন্যরকম। এবারের অন্যতম বিতর্কিত প্রতিযোগিতা হলেন পরিচালক সাজিদ খান। চার বছর আগে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা নিয়ে যখন মি টু মুভমেন্ট তুঙ্গে তখন সাজিদের বিরুদ্ধে মোট আটজন মহিলা সরব হয়েছিলেন। তার বিরুদ্ধে করা মিথ্যে অভিযোগ কে প্রমাণ করতেই বিগ বসে এসেছেন তিনি, বলে জানিয়েছেন পরিচালক সাজিদ খান(Sajid Khan) তারপর থেকেই সরগরম নেট দুনিয়া।

 

সাধারণ জনগণ থেকে শুরু করে বলিউডের অভিনেত্রীরা অবধি বাদ যাননি প্রতিবাদ করতে। পরিবেশ যখন বেশ গরম তখন গুঞ্জন শোনা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে প্রতিযোগিতা থেকে উচ্ছেদ করা হবে সাজিদ খানকে। পরিচালক সাজিদ খানকে বিগ বসের ঘর থেকে নিষ্কাশিত করার জন্য একাধিক মহল থেকে চাপ আসছে। তার মধ্যে আবার আগুনে ঘি ঢেলেছে মহিলা কমিশনের পক্ষ থেকে সাজেদের বিরুদ্ধে অভিযোগ পত্র। সাজিদকে সরিয়ে নেওয়ার দাবিতে তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি লেখেন দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল।

দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিয়াল টুইটে লিখেছিলেন, “মি টু মুভমেন্টের সময় সাজিদ খানের বিরুদ্ধে ১০ জন মহিলা অভিযোগ তুলেছিলেন। সবকটি অভিযোগ খুঁটিয়ে দেখলেই বোঝা যায়, কতটা নিম্নরুচির মানুষ সাজিদ।” স্বাতীর সংযোজন, “এই ধরণের একজন মানুষকে Bigg Boss -এ জায়গা দেওয়া হয়েছে। এটা একেবারেই সঠিক নয়। আমি অনুরাগ ঠাকুরকে বিষয়টি জানিয়ে চিঠি লিখেছি। যাতে সাজিদ খানকে ওই শো থেকে বহিষ্কার করা হয়, সেই পদক্ষেপ নেওয়ার আবেদন করেছি।”

 

পাশাপাশি সাজিদের বিরুদ্ধে যাঁরা আগে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তাঁরা ফের সোশ্যাল মিডিয়ায় সেই অভিজ্ঞতা শেয়ার করছেন। সোশ্যাল মিডিয়ায় ফের অভিনেত্রী শার্লিন চোপড়া। এই সকল ক্ষোভের মধ্যেই আশা করা হচ্ছে সাজিদ খানকে শীঘ্রই শো থেকে বের করে দেওয়া হবে অর্থাৎ সূত্রের খবর অনুযায়ী সাজিদ খানকে এক সপ্তাহের মধ্যে বিগ বস ১৬ (Bigg Boss) থেকে বহিষ্কার করা হবে এবং এটি করবেন খোদ শোয়ের সঞ্চালক সালমান খান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.