জেলার খবরটলিউডবিনোদনভাইরালসেলিব্রিটি

Midnapore Film Festival -2021 : “ভ্রূণ” কলাকুশলীরা জিতে নিলেন বেস্ট অ্যাওয়ার্ড

“ভ্রূণ ” কলাকুশলীরা জিতে নিলেন ” বেস্ট অ্যাওয়ার্ড

শ্যামসুন্দর দোলই ঃ মেদিনীপুর ঃ ” ভ্রূণ ” একটি শর্টফিল্ম। এর যুগ্ম ডাইরেক্টর দিব্যেন্দু পোড়েল ও সুমন দাস। এটি পুরুষ শাসিত সমাজে জ্যোতিষী বিধানে মাতৃগর্ভে কন্যা ভ্রূণের ইঙ্গিত থাকলে — তার কী পরিণতি হতে পারে, গর্ভপাতে কী ভয়ংকর পথ রচনা করা হয় —- এটি সেই দর্পণ। এর কাহিনিকার উত্তম হাটুয়া। ক্রিসেন্ট মুন মুভিজ প্রযোজিত এই চলচ্চিত্রটিও “মেদিনীপুর ফিল্ম ফেস্টিভ্যাল — ২০২১ ” নামে বিগত ২৭ থেকে ২৮ -এ ডিসেম্বর পর্যন্ত শর্টফিল্ম প্রদর্শনী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিল। বিভিন্ন ধরনের ৪৫টি ছবির ডাইরেক্টরদের মধ্য থেকে সুধী বিচারক মণ্ডলীর সামগ্রিক বিচারে “বেস্ট ডাইরেক্টর অ্যাওয়ার্ড ” জিতেছেন ” ভ্রণ ” শর্টফিল্ম -এর যুগ্ম ডাইরেক্টর।

আবার এই ছবির নায়িকা প্রীতির একক লড়াকু চরিত্র রূপায়ণে অপূর্ব মুন্সিয়ানার নজির গড়েছেন অভিনেত্রী শিল্পী ঐশ্বর্য চাটার্জী। প্রীতির মাতৃস্নেহে গর্ভের ভ্রণকে কন্যা সন্তান বিদ্বেষী সমাজেও সূর্যের আলো দেখানোর অদম্য প্রয়াস তিনি সফলভাবে রূপায়িত করেছেন।

 

সম্পূর্ণ বুড়াই-এর কণ্ঠে রবীন্দ্র সংগীত ” একী লাবণ্য পূর্ণ প্রাণ প্রাণেশ্বরী —– ” পরিবেশনের সাথে নয়িকার মিষ্টি মধুর ভাব-ভঙ্গি এই ছবিকে এক উচ্চ স্তরে তুলেছে। স্বভাবতই বিচারক মণ্ডলীর রায়ে এই ছবির নায়িকা ” বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড ” জিতে নিয়েছেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.