চাকরি ও শিক্ষা

Railway Recruitment: মাধ্যমিক পাশের আবেদন করতে পারবেন ভারতীয় রেলে ৪,১০৩ টি পদে নিয়োগ

মাধ্যমিক পাশের আবেদন করতে পারবেন ভারতীয় রেলে ৪,১০৩ টি পদে নিয়োগ

 

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো সাউথ সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে। ভারতীয় নাগরিক অর্থাৎ রাজ্যের যে কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আসুন আরো বিস্তারিত জেনে নেওয়া যাক এই আবেদন পদ্ধতি সম্পর্কে।

 

Employment no: SCR/P-HQ/RPC/111/Act.App/2022.

পদের নাম: Apprentice

মোট শূন্যপদ: ৪,১০৩

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলি হলো: AC mechanic-250, carpenter- 18, Diesel mechanic- 531, Electrician- 1019, Electronic mechanic- 92, Fitter- 1460, Machinist- 71, MMW- 24, MMTM- 05, Painter- 80, Welder – 553.

 

বয়স: ১৫ থেকে ২৪ বছরের মধ্যে থাকতে হবে প্রার্থীর বয়স। তবে এক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী সংরক্ষিত শ্রেণীর মানুষের জন্য বয়সের ছাড় পাবে। বয়স হিসাব করা হবে, ৩০ ডিসেম্বর ২০২২ অনুযায়ী।

 

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর সহ ১০+২ সিস্টেমের অধীনে থাকতে হবে তার সাথে NCVT/SCVT অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করে থাকলে আবেদন করতে পারবে।

 

স্টাইপেন্ড: প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসের শেষে স্টাইপেন্ড দেওয়া হবে।

 

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নির্দিষ্ট লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর নির্দিষ্ট ইমেইল, মোবাইল নাম্বার, বয়স , নাম ঠিকানা ও জরুরী ডকুমেন্টস সহ স্ক্যান করে আপলোড করতে হবে।

 

আবেদন ফি: unreserved প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ST/PWD/Women প্রার্থীদের জন্য কোন রকম আবেদন ফি লাগবে না। Net banking, credit card ,debit card – এর মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।

 

আবেদনের শেষ তারিখ: ২৯ জানুয়ারি, ২০২৩

নিয়োগ পদ্ধতি: প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এবং ট্রেড মাধ্যমে নিয়োগ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.