কলকাতাখবরচাকরি ও শিক্ষারাজ্য

Tet Scam: শিক্ষক দুর্নীতি মামলায় এবার ইডির নজরে মানিক ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট

In the case of teacher corruption, the teachers training institute of Manik Sanhrik is now under the ED's eye

শিক্ষক দুর্নীতি মামলায় এবার ইডির নজরে মানিক ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট

 

নিজস্ব সংবাদদাতা: শিক্ষক দুর্নীতিকাণ্ডে গত মঙ্গলবার মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি। ইডি সূত্রের খবর, মহিষবাথানের ওই অফিসটি মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের নামে ভাড়া নেওয়া হয়েছিল। যা নিয়ে জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেই সূত্র ধরেই এদিন উত্তর ২৪ পরগনার মহিষবাথানে ইডির হানা। ইডি সূত্রের খবর, নিযোগ দুর্নীতিতে এই প্রশিক্ষণ কেন্দ্রের যোগ আছে। ১৫ সেপ্টেম্বর, শনিবার সকালে মহিষবাথানের ওই ট্রেনিং সেন্টারে হানা দেন ইডি অফিসাররা। শিক্ষক নিয়োগে দুর্নীতির সঙ্গে এই ট্রেনিং সেন্টারের যোগসাজেশ রয়েছে বলে সন্দেহ কেন্দ্রের তদন্তকারীদের।

 

ইডির আধিকারিকরা ওখানে পৌছিয়ে দেখে পুরো অফিসটাই তালা বন্ধ অবস্থায় রয়েছে ফলে কিছুক্ষণ বাইরে অপেক্ষা করেন তারা। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অবশেষে তালা খোলার জন্য এক ব্যক্তিকে ডাকে ইডির আধিকারিকরা। পুরো এলাকাটি ঘিরে রাখে আধিকারিকরা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বহু দিন ধরেই এই অফিসটা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে।

 

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাথমিক শিক্ষা পর্যদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। সোমবার রাতে মানিককে লাগাতর জেরা করে ইডি। রাতভর চলে জিজ্ঞাসাবাদ। তদন্তে অসহযোগিতার অভিযোগে রাতেই গ্রেফতার করা হয় তাঁকে। ইডি সূত্রের খবর, মানিক ভট্টাচার্য গ্রেফতার হওয়ার আগেই এই টিচার্স ট্রেনিং সেন্টারের বেসমেন্ট ভাঙা হয় বলে অভিযোগ। সেখান থেকে নথি বা টাকা সরানো হয়েছে কি না, সেবিষয়েই তদন্ত করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.