সাবধান! আপনার ওষুধ যখন বিষ, জনুন বিস্তারিত
ভুবন মোহনকর, পশ্চিম মেদিনীপুর: গুণমান বিচারের পরীক্ষায় ব্যর্থ আপনার নিত্য প্রয়োজনীয় ৪৮টি ওষুধ। নির্দেশিকা দিল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন।
ব্যর্থ ওষুধের তালিকায় রয়েছে অ্যান্টিবায়োটিকস, অ্যান্টি ডায়বেটিক, ক্যালসিয়াম, কার্ডিয়াক ওষুধ, গাবাপেন্টিন, হাইপারটেনশনে ব্যবহৃত টেলমিসার্টান, অ্যান্ডি ডায়বিটিস কম্বিনেশন গ্লিমেপিরাইড এবং মেটফর্মিন, HIV-র রিটোনেভির ওষুধও ব্যর্থ।
এছাড়াও, তালিকায় রয়েছে ফলিক অ্যাসিড ট্যাবলেট, প্রোবায়োটিক্স এবং মাল্টিভিটামিন হিসেবে ব্যবহৃত একাধিক ওষুধ ব্যর্থ হয়েছে পরীক্ষায়। ভিটামিন সি, ভিটামিন বি ১২, ফলিক অ্যাসিড, নিয়াসিনামাইড ইঞ্জেকশন সহ অ্যামোক্সিসিলিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি৩ ট্যাবলেট, টেলমিসার্টান ট্যাবলেট এবং আলবেনডেজোল ট্যাবলেট ইত্যাদি।
CDSCO-র গুণমান পরীক্ষায় শুধুমাত্র ওষুধই নয়, একাধিক সংস্থার চিকিত্সা সরঞ্জাম এবং প্রসাধনীও ব্যর্থ হয়েছে। তবে এই প্রথম নয়, ভারতের তৈরি ওষুধ নিয়ে এর আগে বিদেশ থেকেও একাধিক অভিযোগ জমা পড়েছে।
এমনকি ভারতে তৈরি ওষুধ খেয়ে শিশুমৃত্যুর অভিযোগও সামনে এসেছে। ব্যুরো রিপোর্ট: ভুবন মোহনকর, পশ্চিম মেদিনীপুর