সোনারপুর থানার পুলিশের ব্যাপক সাফল্য
বিপুল পরিমানে সোনার গয়না চুরি যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সোনারপুর থানার পুলিশ চুরি যাওয়া মাল সমেত একজনকে গ্রেফতার করে। পুলিশ তৎপর হলে যে অনেক অসম্ভবকেও সম্ভব করা যায় তা প্রমাণ করলো সোনারপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নতুন বছরের প্রথম দিনে পরিবার- পরিজনকে নিয়ে সোনারপুর এলাকাতেই পিকনিক করতে গিয়েছিলেন অসিত বারণ মন্ডল। তার পড়ে সন্ধ্যায় বাড়ি ফিরে এসে মাথায় হাত।
বাইরে থেকে দেখা যাচ্ছে একটি ঘরের লাইট জ্বলছে। এটা স্বাভাবিক নয়। তাই দ্রুত তারা ঘরে ঢুকে দেখে সব শেষ। বাড়ি থেকে প্রায় পাঁচ ভরি সোনার গহনা সহ নগদ টাকা এবং অন্যান্য জিনিসপত্র চুরি হয়েছিল নতুন বছরের প্রথম দিনেই। সেই ঘটনার পর বাড়ির মালিক অসিত বরন মন্ডল সোমবার রাতে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত তদন্ত শুরু করেন।
অভিযোগ ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সমস্ত চুরির সামগ্রী এবং অভিযুক্ত চোরকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তে নেমে সোনারপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে এবং তাকে গ্রেপ্তার করে। পুলিশের এই তৎপরতায় খুশি এলাকাবাসী। ধৃতের নাম তুফান গাজি। অভিযুক্তের বাড়ি জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারি শরিফ মাখালতলা এলাকায়। অভিযুক্তকে মঙ্গলবার আদালতে পেশ করা হয়।