কলকাতাখবররাজ্য

এগিয়ে বাংলা! মদ বিক্রিতে রেকর্ড গড়লো বাংলা

মদ বিক্রিতে রেকর্ড গড়লো বাংলা

 

রাজ্যের আয় না বাড়ালে জনমুখী প্রকল্পে রাজ্য ব্যয় করতে পারবে না। তাই আয় বাড়ানোর দিকে প্রথম থেকেই ছিল রাজ্যের লক্ষ। সেই লক্ষ পূরণের অন্যতম মাধ্যম আফগারী দপ্তর। এবার সমস্ত পরিসংখ্যান ছাড়িয়ে গেলো মদ বিক্রিতে। রাজ্যে শীতকাল পড়তেই বাড়ছে মদ বিক্রির পরিমাণ। গোটা ডিসেম্বর মাসে রেকর্ড মদ বিক্রি। ২ হাজার ১০০ কোটি টাকা রাজ্য আয় করল শুধু মদ বিক্রি করেই যা সর্বকালীন রেকর্ড। চলতি অর্থ বছরে মদ থেকে আয় ২২ হাজার কোটি ছাড়াবে। এটা গেলো রাজ্যের আয়ের দিক। কিন্তু এই আয় বাড়ানোর জন্য গত ৭/৮ বছরে রাজ্যে মদের দোকান ও বারের সংখ্যা প্রায় দ্বিগুন হয়েছে। আর তার ফলেই নতুন প্রজন্ম ডুবে যাচ্ছে নতুন এই নেশায়।

 

আফগারী দপ্তরের সূত্রে জানা যাচ্ছে, চলতি অর্থ বছরে রাজ্যের আয় মদ থেকে বেড়ে প্রায় ১৭ হাজার ৫০০ কোটি টাকা। যা ইতিমধ্যে গতবার এর তুলনায় ১২ শতাংশ বেশি। আবগারি দফতরের আশা মার্চ মাসের মধ্যেই বিক্রির পরিমাণ ২২ হাজার কোটি ছাড়াবে। লক্ষ্যনীয় ভাবে, গতবারের তুলনায় বাংলা মদের বিক্রি অনেকটাই কমে যাচ্ছে। তার জায়গা নিচ্ছে বিদেশি মদ। অবশ্য বেআইনি দেশি মদ বিক্রির কোনো পরিসংখ্যান না থাকলেও জানা যাচ্ছে, সেটা বিক্রি বেড়েছে অনেক। সূত্রের খবর, গত কয়েক বছরের মধ্যে এ বছর পুজোতে সবচেয়ে বেশি মদ বিক্রি হয়েছিল। আর সমস্ত পরিসংখ্যান ভেঙে দিলো এ বছরের নববর্ষ। পুজোর থেকেও বেশি মদ বিক্রি হল বড়দিন ও বর্ষবরণের আনন্দে। ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর রাত ১১.৩০ পর্যন্ত মদ বিক্রি হল প্রায় ৭৫০ কোটি টাকার । সাধারণ দিনের তুলনায় এই ৭ দিনে ৪০ শতাংশ বেশি বিক্রি হয়েছে। যে দেশে বা যে রাজ্যে একটা বড়ো সংখ্যক মানুষ অনাহারে বা অর্ধাহরে রাতে ঘুমাতে যায়, সেখানে এই পরিসংখ্যান যে খুব শুভ নয়, তা বলছেন রাজ্যের বুদ্ধিজীবী মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.