দীপাবলির পরের দিনই কাঁকিনাড়ায় মর্মান্তিক ঘটনা
নিজস্ব সংবাদদাতা: ভাটপাড়ায় কাঁকিনাড়া স্টেশনের কাছে বোমা ফেটে মৃত্যু হল এক শিশুর। অপর এক শিশুকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তাঁকে পরে কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নৈহাটির জিআরপি-আরপিএফ এবং ভাটপাড়া থানার পুলিশ।
এই ঘটনায় মৃত এক শিশু, আহত আরও এক শিশু। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ষ্টেশন চত্তরে খেলছিল দুই শিশু। সেই সময় বল ভেবে বোমা হাতে তুল নেয় তাঁরা, এরপরেই ঘটে বিপত্তি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
এর আগে সোমবার কালীপুজোর রাতেও গুলি চালানোর ঘটনা ঘটে জগদ্দলে। এরপরেই মঙ্গলবার সকালের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বোমা বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় পুলিশ বাহিনী। এই এলাকায় আরও একাধিক বোমা উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বোম স্কোয়াড।
ষ্টেশন চত্তরে কীভাবে এল এই বোমা সেই নিয়ে তদন্তও শুরু করেছে পুলিস। অন্যদিকে সিআইডি-র দল ঘটনাস্থল থেকে একটি সন্দেহজনক বাক্স উদ্ধার করেছে। বাক্সটিকে জলের মধ্যে রাখা হয়েছে। তাঁরা মনে করছে আরও অনেক বোমা ছড়িয়ে রয়েছে এলাকা জুড়ে। বিস্ফোরণের খবর পেয়ে নৈহাটির জিআরপি, আরপিএফ এবং ভাটপাড়া থানার পুলিস ঘটনাস্থলে যায়। মজুত বোমা নিয়ে তদন্ত শুরু করেন পুলিস আধিকারিকরা। বোমার পাশাপাশি এলাকা থেকে বারুদ উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে।
আশেপাশের এলাকারা জঙ্গল কেটে পরিষ্কার করেও বোমা খোঁজার চেষ্টা করা হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে একটি ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে বলেও জানা গিয়েছে।