অফবিট

নিরাময়ী নিসিন্দা লক্ষ্মী , কলমে- অরূপ রতন মিশ্র

নিরাময়ী নিসিন্দা লক্ষ্মী

কলমে – অরূপরতন মিশ্র

নিসিন্দা একটি ভেষজ গুল্ম শ্রেণির উদ্ভিদ। আয়ুর্বেদে এর নাম সিন্দুবার আর অঞ্চল ভেদে একে বেগনা গাছও বলা হয়। এর বৈজ্ঞানিক নাম ভাইটেক্স নিগুনডো।

গাছটি চার-পাঁচ মিটার উচ্চতার হয়, ত্রিপ্রত্রী বা পঞ্চপত্রী হয়,পাতা গন্ধবিশিষ্ট।শিখাবিশিষ্ট বেগুনী বা সাদা রঙের ফুল। দানা ধরণের বীজ হয়।

চাষ পদ্ধতি:

এ গাছ পতিত জমিতে লাগালে ভালো, জল বা সেচ বেশি দিতে হয় না। বর্ষাকালে লাগাতে হয়। শেকড়, কলম, বীজ বপন করে চাষ করা যায়।সারির দূরত্ব হবে এক মিটার আর গাছের দূরত্ব রাখা উচিত ৪৫সেমি।এই গাছ খাদ্য উপাদান বেশি গ্রহণ করে, তাই সার হিসেবে কম্পোস্ট, ইউরিয়া, ফসপেট, মিউরেট অফ পটাশ দিলে ভালো।

গাছ থেকে পাতা তিনচার মাস থেকে তোলা যায়, বীজ হলে বীজ সংগ্রহ করতে পারবেন। ছাল, শেকড় তিনচার বছর পর নেওয়া যায়।

উপকার:

এ গাছের পাতা, ছাল, শেকড় ওষধি হিসেবে ব্যবহৃত হয়।বাত, রিউমাটয়েড আর্থারাইটিস, সর্দিজ্বর,ফোলা,হাঁপানি, চর্মরোগ প্রভৃতি রোগে মহৌষধ। মশার উৎপাতে আমরা ক্ষতিকারক কয়েল জ্বালি, কিন্তু এর পাতার ধোঁয়া দিলে মশা পালিয়ে যায়।

 

গ্রামে গঞ্জে অবহেলায় বেঁচে থাকা গাছ, অথচ প্রভূত ওষধি গুনসম্পন্ন। আসুন চাষ করি এবং লক্ষ্মীর মতো অর্থকরীও করে তুলি

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.