অফবিটখবরদেশসাত মিনিটে সাম্প্রতিক

Hydrogen Train’s In India : এই প্রথম ভারতে চালু হতে চলেছে হাইড্রোজেন ট্রেন

এই প্রথম ভারতে চালু হতে চলেছে হাইড্রোজেন ট্রেন

 

দেশে অসংখ্য রেললাইন ও ট্রেন রয়েছে। যা যাতায়াতকে আরো সহজ করে তুলেছে। পূর্বে কয়লা দিয়ে ট্রেন চালানো হতো। যদিও তা পরিবেশের জন্য উপযুক্ত ছিল না। বর্তমানে ইলেক্ট্রিকের মাধমে ট্রেন চালিত হয়। তবে এই ট্রেন চলাচলকে আরো পরিবেশবান্ধব করে তুলতে নতুন পদক্ষেপ নিল রেল।

 

এবার ভারতে ট্রেন চলবে হাইড্রোজেনে (Hydrogen Train In India)। পরিবেশের কথা মাথায় ভারতীয় রেল কর্তৃপক্ষ এক নতুন পদক্ষেপ নিয়েছে। এর ফলে চলতি ব ধরেই দেশের মাটিতে চলবে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এটি। বর্তমানে ডিজেল ইঞ্জিন চালিত ট্রেন চালিত হয়। এবার এর পাশাপাশি ইঞ্জিন চলবে হাইড্রোজেনে।

 

সাধারণ ট্রেনের তুলনায় এটি ছোট হবে। ছয় থেকে সাতটি বগি নিয়ে গঠিত হবে এই হাইড্রোজেন ট্রেন। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Minister of Railway Ashwini Vaishnaw )। প্রসঙ্গত, সারা বিশ্ব যখন পরিবেশ দূষন কম করতে নানা পদক্ষেপ নিচ্ছে।

 

এই অবস্থায় ভারত সরকারের এই পদক্ষেপ সত্যিই গুরুত্বপূর্ণ। হাইড্রোজেন ট্রেন পরিবেশবান্ধব। ২০২২ সালে মাঝা মাঝি বিশ্বে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন শুরু হয় জার্মানিতে (Germany)। এই দেশে বর্তমানে ১৪টি হাইড্রোজেন ট্রেন সাফল্যের সঙ্গে চলছে।

 

এক কেজি হাইড্রোজেন থেকে যে শক্তি উৎপন্ন হয়। সেই সমপরিমাণ শক্তি উৎপন্ন করতে ডিজেল লাগে সাড়ে চার কেজি। এই হাইড্রোজেন চালিত ট্রেন বায়ুদূষণছর পাশাপাশি শব্দ দূষণ রোধ করবে। হাইড্রোজেনের অভাব পৃথিবীতে নেই। সমুদ্রের জল থেকে বহু পরিমান হাইড্রোজেন মিলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.