দার্জিলিং কেন্দ্রে বিজেপির জয়ী প্রার্থী রাজু বিস্তার জায়গায় হর্ষবর্ধন শ্রিংলা কি প্রার্থী হতে চলেছে ?
জল্পনা শুরু হয়েছিল দুর্গাপুজোর সময় থেকেই। আর নতুন বছরে তা আরো বেশি করে সামনে চলে আসলো। ইতিমধ্যে অমিত শাহ ও জে পি নাড্ডা কোলকাতায় এসে আসন্ন লোকসভা নির্বাচনের প্রাথমিক তালিকা তৈরী করেছেন বলেই জানা যাচ্ছে। খবরে প্রকাশ, বেশ কয়েকজন জয়ী সাংসদকে ২৪-এ টিকিট নাও দিতে পারে বিজেপি। এরই মাঝে এবার জল্পনা তৈরি হয়েছে দার্জিলিং কেন্দ্রটি নিয়ে। আপাতত সেখানে বিজেপি সাংসদ রাজু বিস্তা। শোনা যাচ্ছে, দার্জিলিং কেন্দ্রে রাজু বিস্তার জায়গায় হর্ষ বর্ধন শ্রিংলাকে প্রার্থী করা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
কিন্তু কে এই হর্ষ বর্ধন শ্রিংলা? ভারতের প্রাক্তন বিদেশ সচিব শ্রিংলার জন্ম মুম্বইতে হলেও তিনি দার্জিলিঙের ভূমিপুত্র হিসেবেই পরিচিত। তাঁর বাবা সিক্কিমের বুদ্ধ ধর্মাবলম্বী এবং তাঁর মা নেপালি হিন্দু। নেপালি ভাষায় সাবলীল শ্রিংলা। ৩৮ বছর ভারতীয় ফরেন সার্ভিসে ছিলেন তিনি। তাঁকে ঘিরে জল্পনার মূলে আছে একটি পোস্টার। দার্জিলিং জুড়ে শ্রিংলার ছবি দেওয়া সেই পোস্টার পড়েছে নয়া বছরের শুরুতে। দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটির নামে পড়া সেই পোস্টারে শ্রিংলাকে সংগঠনের সভাপতি আখ্যা দেওয়া হয়েছে।
স্বাভাবিক কারণেই তিনি আবার খবরের সামনে চলে আসলেন। এর আগে দুর্গাপুজোর সময়তেও দার্জিলিঙে শ্রিংলার নামে পোস্টার পড়েছিল। এই আবহে প্রাক্তন এই আমলাকে বিজেপি ভোটযুদ্ধে নামাতে চাইছে বলেই মনে করা হচ্ছে। এখনো দেখার শেষ পর্যন্ত বিজেপি কাকে প্রার্থী করে? কিন্তু তার তার থেকেও বড়ো কথা যদি রাজু বিস্তাকে প্রার্থী করা না হয় তাহলে রাজু কি অন্য কোনো দলের (বিশেষ করে তৃণমূলের ) হয়ে দাঁড়িয়ে যেতে পারেন? সেই ক্ষেত্রে ভোটের রসায়ন নিয়ে সব পক্ষই চিন্তিত।