হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, এসেছে ব্লার টুল
নিজস্ব সংবাদদাতা: ফের নতুন ইমেজ এডিটিং ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ(Whatsapp New Feature) । নির্বাচিত বেটা টেস্টারদের(Beta Tester) আপাতত নতুন এই ফিচার পাঠিয়েছে মার্কিন মেসেজিং অ্যাপটি। এই নয়া ফিচারটির মাধ্যমে ফটোগ্রাফ থেকে নির্দিষ্ট গোপন কোনও অংশ মুছে দেওয়া যেতে পারে। ছবিতে কোন সংবেদনশীল তথ্য তথ্য থাকলে এবার whatsapp Desktop অ্যাপ থেকেই তা ব্লার করা যাবে।
রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপ(Whatsapp) দু’টি টুল তৈরি করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীদের একটি ব্লার ইফেক্ট ব্যবহার করে ছবি এডিট করার সুযোগ দেওয়া হবে। ব্লারের শেপ বেছে নেওয়ারও সুযোগ পাবেন ব্যবহারকারীরা। ইউজারদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ মাঝে মাঝেই নতুন নতুন ফিচার চালু করে। এবার আসতে চলেছে এই ব্লার টুল।
প্রসঙ্গত ২৫ অক্টোবর হোয়াটসঅ্যাপের জন্য ছিল ‘কালো দিন’। প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা। ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে আচমকাই বন্ধ হয়ে গিয়েছিল হোয়াটসঅ্যাপ। সমস্যার সম্মুখীন হয়েছিলেন কোটি কোটি গ্রাহক।
মেটা কর্তৃপক্ষ জানিয়েছে হোয়াটসঅ্যাপের প্রযুক্তিগত সমস্যার কারণে এই বিপর্যয় হয়েছিল। তবে ঠিক কী গন্ডগোল হয়েছিল, নির্দিষ্ট ভাবে তা জানায়নি মেটা সংস্থা। অন্যদিকে হোয়াটসঅ্যাপের এই বিপর্যয়ের কারণ সম্পর্কে জানতে চেয়ে মেটা’র কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক।