কালীপুজোয় সুপার সাইক্লোনর (Super Cyclone) সম্ভাবনা? কি জনালো আলিপুর আবহওয়া দপ্তর
নিজস্ব সংবাদদাতা: বর্ষা বিদায়ের সময় আসন্ন। তার মধ্যেই ফের ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর।বঙ্গপোসাগরে তৈরি হয়েছিল সুপার সাইক্লোনের (Super Cyclone) সম্ভাবনা। দুর্গাপুজো (Durga Puja) কেটেছে নিম্নচাপে, বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে বাংলা, কালী পুজোতেও থাকবে ঘূর্ণিঝড়ের প্রকোপ এই নিয়ে আশঙ্কায় রয়েছে বঙ্গবাসী।
কালীপুজোর সময়ই কি আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’? তা নিয়ে জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া এবং জলবায়ু বিষয়ক গবেষক মোস্তাফা কামাল পলাশ জানিয়েছেন ১৭ অক্টোবরের মধ্যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা ২৫ তারিখ সুপার সাইক্লোন হয়ে আছড়ে পড়তে পারে।
যদিও সুপার সাইক্লোন (Super Cyclone) সম্পর্কে আলিপুর আবহাওয়া দপ্তরের( Alipore Weather Update) তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সতর্কবার্তা জারি করা হয়নি এ প্রশ্ন উঠেছে তবে কি কালী পুজোতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিত্রাং? এবার সেই প্রশ্নটির উত্তর স্পষ্ট করলেন আলিপুর আবহাওয়া দপ্তর। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে কালী পুজোয় ঘূর্ণিঝড়ের কোন সম্ভাবনা নেই।
বিষয়টি নিয়ে আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আলিপুর আবহাওয়া দফতরের তরফে সেরকম কিছু জানানো হয়নি। ঘূর্ণিঝড় তৈরির কোনও সম্ভাবনা থাকলে তা আগেভাগেই হাওয়া অফিসের তরফে জানিয়ে দেওয়া হবে। সেইমতো সতর্কতা অবলম্বন করা হবে। তবে আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি।