নেবারহুড ইউথ পার্লামেন্ট বসলো নাড়াজোল রাজ কলেজ ময়দানে
শ্যামসুন্দর দোলই : নাড়াজোল : কলেজ ময়দানে বসলো পার্লামেন্ট । মক্ – পার্লামেন্ট । এর আয়োজন করেছিল ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন নেহেরু যুব কেন্দ্র ,পশ্চিম মেদিনীপুর জেলা শাখা ।
সারাদেশে এরূপ কেন্দ্র রয়েছে ৬২৩টি । এরই একটি সারা দেশের সাথে ৫-ই মার্চ, শনিবার এই ইয়ুথ পার্লামেন্ট বসিয়েছিল দাসপুর থানার নাড়াজোল রাজ কলেজ ময়দানে । স্বাগত বক্তব্য পেশ করেছেন এই কেন্দ্রের কো-অর্ডিনেটর স্বাতী রায় । এর আনুষ্ঠানিক সূচনা করেছেন স্থানীয় বিধায়ক মমতা ভূঁইয়া । এতে তিনি মহিলাদের সশক্তিকরণ এর বার্তা দিয়েছেন ।
এছাড়াও মহকুমা শাসক সুমন বিশ্বাস এই জনপদে ভারতের স্বাধীনতা আন্দোলনে কৃতিত্বের কথা স্মরণ করে বর্তমানেও শিক্ষাদীক্ষা ও স্বনির্ভরতার দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন । এছাড়াও বিশেষ অতিথি ছিলেন নাড়াজোল রাজ কলেজের অধ্যক্ষ রঞ্জিত খালুয়া, অধ্যাপক ভক্তিপদ জানা, শ্যামল ভট্টাচার্য্য , দাসপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কুমারেশ ভূঁইয়া, সমাজসেবী অশোক মাইতি, ত্রিদিব দাসবেরা( সম্পাদক, এসোসিয়েশন ফর সোসাল সার্ভিস ) ও সহকারী ব্যক্তিবর্গ । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশ্বনাথ চ্যাটার্জী ।
এদিনের এই অনুষ্ঠানে সার্বিক কল্যাণে আলোচ্য বিষয় ছিল — বেটি বাঁচাও বেটি পড়াও ,জনধন যোজনা, বিবাহে পণপ্রথা ও নেশা মুক্তি ,প্লাস্টিক বর্জন, মহিলা স্বনির্ভর দল, বৃক্ষ রোপণ ও মহিলা পাচার চক্র সচেতনতা ইত্যাদি ।
সবচেয়ে আকর্ষণীয় ছিল ভারতের সংসদীয় গণতন্ত্রের অনুকরণে চাইল্ড ম্যারেজ অ্যাক্ট — ২০২১ অনুযায়ী পক্ষে ও বিপক্ষে ইয়ুথ পার্লামেন্ট । জেলাস্তরীয় সন্নিহিত সংসদে মহিলাদের বিয়ের বয়স ১৮ বছর থেকে ২১ বছর বয়সে উন্নীত করণের পক্ষে ও বিপক্ষে মতামত উপস্থাপন । বেশ জমে উঠেছিল এই মক্ পার্লামেন্ট ।
চলুন দেখে নিন আমাদের প্রতিবেদন নীচের লিঙ্কে ক্লিক করে।