ভ্রমণলাইফস্টাইল

সানডে ট্যুর: মহানগরী কলকাতা! (পর্ব-২)🖋️ভুবন মোহনকর

সানডে ট্যুর: মহানগরী কলকাতা! (পর্ব-২)🖋️ভুবন মোহনকর: ২৯/০৫/২০২২

 

কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে! প্রাণের শহর ভালোবাসার শহর কলকাতা। প্রথম পর্বের হাওড়া ব্রিজ, জাতীয় গ্রন্থাগার, ভিক্টোরিয়া, জোড়াসাঁকো এবং রবীন্দ্র সরোবর এর পর আজ আমি কলকাতার ঐতিহাসিক ও ভ্রমণ এর জন্য আরো ৫ টি জায়গার কথা জানবো।

৬) মার্বেল প্যালেস:

 

উনিশ শতকে নির্মিত মার্বেল দিয়ে গঠিত অন্যতম একটি সংরক্ষিত প্রাসাদ। পশ্চিমা ভাস্কর্য এবং ভিক্টোরিয়ান ফার্নিচার সাথে ইউরোপীয় ভারতীয় শিল্পীদের আঁকা ছবির সংমিশ্রণে এই প্রাসাদটি সুসজ্জিত।

৭) কুমোরটুলি

ক’মাস পরেই মর্তে মা দুর্গার আগমন ঘটবে। আর এই আগমনের পেছনে যাদের অবদান সবথেকে বেশি সেই সমস্ত মৃৎশিল্পীদের খুঁজে পাওয়া যায় এই কুমারটুলিতে। এই সমস্ত শিল্পীদের হাতে সৃষ্টি হওয়া শিল্প জীবন্ত হয়ে ওঠে তুলির টানে। ইতিহাস এ ভরা এবং ফটোগ্রাফির এক নিদারুণ জায়গা এটি।

৮) কফিহাউস

“কত জন এলো-গেলো কত জনই আসবে কফি হাউস টা সেই থেকে যায়” যুবক-যুবতী থেকে বৃদ্ধ-বৃদ্ধা কলকাতার কফি হাউস কিন্তু সকলের পছন্দের। গরম গরম চায়ের সাথে ফিস কবিরাজিতে কামড় বসালেই মনটা যেন কেমন রোমান্টিক হয়ে ওঠে।

৯) সাইন্স সিটি

১৯৯৭ সালের জুলাই মাসে উদ্বোধন হওয়া ভারতীয় উপমহাদেশের বৃহত্তম বিজ্ঞান কেন্দ্র যার আকৃতি অনেকটা গম্বুজের মত। বিজ্ঞান কেন্দ্রটির ভেতরে রয়েছে বিভিন্ন রকম বিজ্ঞানসম্মত মজার তথ্য।

ইডেন গার্ডেন

১৮৬৪ সালে স্থাপিত পৃথিবীর ৩’য় বৃহত্তম এবং ভারতের ২’য় বৃহত্তম স্টেডিয়াম। এমন বিখ্যাত ক্রিকেটার নেই যারা এই মাঠে পদার্পণ করেননি। প্রায় ৬৬০০০ দর্শক আসন বিশিষ্ট এই মাঠ দেখার মতো। যদিও খেলা চলা কালীন টিকিট কাটলে তবেই দেখতে পাবেন ভেতরের সৌন্দর্য।

কিভাবে যাবেন

হাওড়া স্টেশন বা শিয়ালদহ স্টেশন থেকে বাইরে বেরিয়ে লোকাল বাস বা প্রাইভেট গাড়ি করে এই স্থান গুলি সহজেই ঘুরে আসতে পারেন।

………ক্রমশ………..আসছে পর্ব ৩

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.