অফবিটবিদেশ

ভরা আদালতে বিচার প্রার্থীর হাতে মার খেলেন প্রধান বিচারপতি(judge)

ভরা আদালতে বিচার প্রার্থীর হাতে মার খেলেন প্রধান বিচারপতি(judge)

 

সমস্ত বিশ্ব সকলের প্রতি বিশ্বাস হারালেও এখনও মানুষের শেষ ভরসা আদালত ও বিচারপতি। সেই বিচারপতি যদি বিচার প্রার্থীর দ্বারা প্রহৃত হন, সেটা সত্যিই অফবিট নিউজ। আমেরিকায় লাস ভেগাসের আদলতে(las vegas court room) অভাবনীয় দৃশ্য দেখা গেল। রায় পছন্দ হয়নি বলে ভরা আদালতে মহিলা বিচারকের উপর লাফিয়ে পড়লেন অভিযুক্ত। সামলেই স্তম্ভিত সেই দৃশ্য দেখে।

অভিযুক্ত ৩০ বছরের দেওব্রা রেডেন(Deobra Reden)। লাস ভেগাসের আদালতে চলছিল মামলা। আগেই নির্দিষ্ট মামলায় দোষী সাব্যস্ত হন রেডেন। বুধবার ছিল রায় ঘোষণা। যদিও জামিনের দাবি করেছিলেন অভিযুক্ত। অতীতের অপরাধের জন্য বিচারপতি মেরি কে(Mery K Holthas )হোলথাস সেই দাবি খারিজ করেন। আর তার পরেই ঘটে যায় এক ভয়াবহ ঘটনা।

 

আন্তর্জাতিক সংবাদ সংস্থার এক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিচারক হোলথাস মাটিতে পড়ে যান। এর পর এলোপাথাড়ি ঘুসি মারতে থাকেন রেডেন। সঙ্গে অকথ্য ভাষায় গালালাগল দেন। আদালতের দুই কর্মী কোনও মতে অভিযুক্তের হাত থেকে বিচারককে রক্ষা করেন। লাস ভেগাস আদালত সূত্রে জানা গিয়েছে, মহিলা বিচারক আহত হলেও হাসপাতালে ভর্তি করতে হয়নি তাঁকে। ওই সূত্রের মাধ্যমেই জানা যাচ্ছে,বিচরককে হামলাকারী রেডেন আগেও জেল খেটেছেন। ২০১৫ সালে চুরির চেষ্টার দায়ে ১৯ মাস জেল হয়েছিল তাঁর।

২০২১ -এ আরও এক অপরাধে শাস্তি হয়েছিল তাঁর। এই ঘটনায় বেজায় উদ্বিগ্ন ক্লার্ক প্রদেশ আদালতের প্রধান বিচারপতি স্টিভ উল্ফসন। অনেকেই মনে করছেন, এটা এক ধরনের মানসিক অসুস্থতা। এর নিয়মিত চিকিৎসা ও কাউন্সিলিং দরকার।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.